হাইকোর্টের নির্দেশে সহমত শিক্ষামন্ত্রীর

এই রায়ের সঙ্গে সহমত পোষণ করে শিক্ষামন্ত্রীর মন্তব্য, রাজ্যপালের স্বাক্ষর ছাড়া রাজ্য সরকার উপাচার্যদের নিয়োগ করতে পারে না

Must read

প্রতিবেদন : হাইকোর্টের রায়ের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন জানিয়ে দিয়েছে, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগের অধিকার নেই রাজ্যের।

আরও পড়ুন-যত অপপ্রচার, তত মাটি হারাবে বিরোধীরা

এই রায়ের সঙ্গে সহমত পোষণ করে শিক্ষামন্ত্রীর মন্তব্য, রাজ্যপালের স্বাক্ষর ছাড়া রাজ্য সরকার উপাচার্যদের নিয়োগ করতে পারে না। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, গত কয়েকদিনে রাজ্যের যে প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে আরও ৩ মাসের জন্য কাজ চালিয়ে যেতে বলা হয়েছে, তাতে রাজ্যপাল তথা আচার্যের পূর্ণ অনুমোদন আছে। এখন প্রতিটি উপাচার্যের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন রয়েছে। লক্ষণীয়, উপাচার্যদের পুনর্নিয়োগ সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার এই রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Latest article