২৪-এ বাড়ি বাড়ি জল

Must read

সংবাদদাতা, মধ্যমগ্রাম : ২০২৪-এর মধ্যে গ্রামাঞ্চলে প্রতিটি বাড়িতে পৌছবে পানীয় জল। বুধবার দুপুরে মধ্যমগ্রামের নজরুল মঞ্চে প্রশাসনিক বৈঠক করতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘জলস্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে ২০২৪-এর মধ্যে সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা আর্সেনিকপ্রবণ এলাকা। তার পাশাপাশি নদীমাতৃক জেলা ও সাগর সংলগ্ন হওয়ায় এখানে জল নোনা। ফলে সুন্দরবন-সহ গ্রামগুলিতে বিশুদ্ধ পানীয় জলের অভাব ছিল। বাম জামানায় পানীয় জলের বিষয়ে তেমন কোনও ভাবনা-চিন্তা করা হয়নি। রাজ্যে মমতা সরকার ক্ষমতায় আসার পরই গ্রামাঞ্চলের মানুষের কথা মাথায় রেখে বিশুদ্ধ পানীয় জলের জন্য নানান উদ্যোগ নেওয়া হয়েছিল। তৃতীয় বারের জন্য রাজ্যে ক্ষমতায় এসে পানীয় জলের জন্য আরও উদ্যোগ নেওয়া হয়। পৃথক করা হয় শহর ও গ্রামের পানীয় জল সরবরাহ করার প্রকল্প। গ্রামাঞ্চলের জন্য জলস্বপ্ন নামে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হয়। সেই কাজ ২০২৪ সালের মধ্যে শেষ হলেই গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নদীমাতৃক এই জেলার নদীগুলির সংস্কারেরও নির্দেশ দেন তিনি।

Latest article