জল-যন্ত্রণা দূর করতে পদক্ষেপ বালি-বেলুড়ে

Must read

সংবাদদাতা, হাওড়া : জল জমার যন্ত্রণা থেকে এলাকাবাসীদের মুক্তি দিতে হাওড়ার পাশাপাশি এবার বালি, বেলুড় (Bally and Belur), লিলুয়াতেও (Liluah) জোরকদমে কাজ শুরু হল। বালি পুরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডের নিকাশি নালাগুলি সাফাইয়ের কাজ চলছে। প্রতিটি নিকাশি নালা ঠিকঠাক সাফাই ও সংস্কার করা হলে শহরবাসীর জল-যন্ত্রণা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। বেলুড়, লিলুয়ার বেশ কিছু এলাকায় একটু বৃষ্টিতেই দীর্ঘক্ষণ জল জমে থাকে। বেলুড় স্টেশনের ১০ নম্বর আন্ডারপাস রেলের আবর্জনা দিয়ে বন্ধ হয়ে গিয়েছে। ফলে নিকাশির জল বেরোতে পাচ্ছে না। এর ফলে বালি পুরসভার বেলুড় (Bally and Belur) এলাকার ১০, ১১, ১২ ও লিলুয়া এলাকার ২৭, ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। রেলকে বলেও কোনও কাজ না হওয়ায় পুরসভার পক্ষ থেকেই আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হয়েছে। প্রাক্তন কাউন্সিলর ও আইএনটিটিইউসির হাওড়া সদরের সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার দাঁড়িয়ে থেকে সমস্ত কাজ তদারকি করছেন।
নিকাশি নালাগুলি সংস্কার ও সাফাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে এবারের বর্ষায় জল-যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন বালি পুর এলাকার বাসিন্দারা। প্রাণকৃষ্ণ মজুমদার বলেন, ‘‘প্রতিটি ওয়ার্ডেই নিকাশির কাজ চলছে। কিছু এলাকায় রেলের আবর্জনা জমে সমস্যা তৈরি করছে। এই ব্যাপারে রেলের তরফে কোনও ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়নি। পুরসভার পক্ষ থেকেই নিশাশি সংস্কারের কাজ চলছে। আমরা সবাই দাঁড়িয়ে সমস্ত কাজ করাচ্ছি। আশা করছি এবারের বর্ষায় বেলুড়, লিলুয়ায় জল জমার সমস্যা অনেকটাই কমবে।’’ বর্ষায় আগে জল জমার সমস্যা দূর করতে পুরসভার এই উদ্যোগে বেজায় খুশি এলাকার মানুষ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কাছে ঋণী থাকব

Latest article