সংবাদদাতা, হাওড়া : হাওড়া শহরে পানীয় জলের সমস্যা যাতে না হয় তার জন্য উদ্যোগী হলেন সমবায়মন্ত্রী অরূপ রায়। এজন্য বৃহস্পতিবার হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তীর সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ রায়। বৈঠকে কেএমডিএ’র ও হাওড়া কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এবং পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। দুঃসহ গরমে হাওড়া শহরে পানীয় জলের জোগান ঠিকঠাক রাখতে কী কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন-শিশুকে মৃত্যুর মুখ থেকে ফেরাল পিজি
ঠিক হয় পুর এলাকায় কোথাও জলের সমস্যা হচ্ছে কি না কিংবা কোথাও জলের চাপ কমে গিয়েছে কি না সে বিষয়ে পুরসভা নজরদারি চালাবে। জল নিয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুরসভা। এজন্য হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু হয়েছে। কোথাও জলের সমস্যা হলে তৎক্ষণাৎ সেখানে জলের গাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। হাওড়া ময়দান, সালকিয়া প্রভৃতি গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত একটি করে জলের গাড়ি রেখে দেওয়া হচ্ছে।