লাইনের ধারে প্রস্রাব, বন্দে ভারতে ধাক্কা খেয়ে গরু উড়ে মৃত্যু ব্যক্তির

জানা গিয়েছে শিবদয়াল নামক ওই ব্যক্তি সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন।

Must read

লাইন দিয়ে আসছিল বন্দে ভারত ট্রেন (Vande Bharat)। রেললাইনের উপরে একটি গরু এসে পরে। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গরুর।সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন এক ব্যক্তি। ট্রেনের ধাক্কায় গরু উড়ে এসে পড়ল ওই ব্যক্তির গায়ে। গরুর ধাক্কা খেয়ে মৃত্যু হল সেই ব্যক্তির।

আরও পড়ুন-নিয়ম মেনেই জল সরবরাহ হাওড়ায়

রেলওয়ে সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শিবদয়াল শর্মা। রাজস্থানের আলওয়ারের আরাভালি বিহার পুলিশ স্টেশনের কাছে রেললাইনে এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ওই ব্যক্তি আগে ভারতীয় রেলওয়ের ইলেকট্রিশিয়ান পদে কাজ করতেন। অবসর গ্রহণ করেছেন।

আরও পড়ুন-ফের ভর্ৎসনার মুখে সিবিআই

জানা গিয়েছে শিবদয়াল নামক ওই ব্যক্তি সকাল সাড়ে আটটা নাগাদ আলওয়ারের কালী মোরি গেটের কাছে দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন। আসছিল বন্দে ভারত ট্রেন। হরেললাইনের উপরে চলে আসে একটি গরু। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে গরুর। সাথে সাথেই গরুটির দেহ টুকরো হয়ে ৩০ মিটার দূরে ছি়টকে পড়ে। ভদ্রলোক দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন, গরুর দেহের সঙ্গে ধাক্কা লেগে তিনি রেললাইনের উপরেই পড়ে যান এবং মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Latest article