ধূপগুড়িতে লাইনচ্যুত হয়ে রাস্তার কাছে মালগাড়ি

এই ঘটনায় রেল লাইনের বড় ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই। ডেট এন্ড দুমড়ে মুচড়ে গিয়েছে।

Must read

বৃহস্পতিবার সন্ধ্যায় ৬:১০ নাগাদ ধূপগুড়িতে (Dhupguri) লাইনচ্যুত হল মালগাড়ির ইঞ্জিন ১২৪৯১( ডাউন )। ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ইঞ্জিন শান্টিং করার সময় লাইনচ্যুত হয়ে পড়ে। রেল লাইনের একেবারে শেষের দিকে চলে আসে। বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। রাস্তা দিয়ে নিত্যযাত্রীরা যাতায়াত করে।ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি স্টেশনের সাইট লাইন ৬ এন এন ৩৫ ক্রসিং গেটে।

আরও পড়ুন-লাইনের ধারে প্রস্রাব, বন্দে ভারতে ধাক্কা খেয়ে গরু উড়ে মৃত্যু ব্যক্তির

এই ঘটনায় রেল লাইনের বড় ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হতাহতের কোনও খবর নেই। ডেট এন্ড দুমড়ে মুচড়ে গিয়েছে। সাধারণ মানুষের চলার রাস্তার কাছে চলে আসে সেই পাত। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। ঠিক কী কারণ দুর্ঘটনা, সেটা খতিয়ে দেখা হয়েছে। চালক ও গার্ডের সঙ্গে কথা বলা হচ্ছে।

Latest article