আনন্দধারা বদলে দেবে মেয়েদের ভাগ্য

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নয়নে জোয়ার এনেছেন। এবার মহিলাদের জন্য রাজ্যের বিরাট ঘোষণা। আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীগুলোকে স্বল্প সুদে ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস সরকার বলেন, ‘‘মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে রাজ্যের দেওয়া সাহায্য গ্রামের অর্থনীতিকে পাল্টে দিয়েছে। দুশো কোটি টাকা ঋণ অর্থনীতিকে আরও মজবুত করবে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।’’

আরও পড়ুন : সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি বসছে একডালিয়ায়

আলিপুরদুয়ার জেলায় ‘আনন্দধারা’ প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলা সদস্যের সংখ্যা ইতিমধ্যেই ২১ হাজার ছাড়িয়েছে। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী সরকারি সাহায্যে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। খুব সামান্য সুদে পাওয়া ঋণ দিয়ে কেউ গড়ে তুলেছেন হস্তশিল্পের ব্যবসা, গ্রামের প্রান্তিক মহিলাদের অনেকেই হাঁস, মুরগি ও ছাগলের খামার তৈরি করে দেখতে পেয়েছেন দুটি পয়সার মুখ। কেউ আবার যুক্ত হয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সঙ্গে। যে যে কাজের সঙ্গেই যুক্ত হোন না কেন, সবার লক্ষ্য একটাই, অর্থনৈতিক স্বাধীনতা। এবং সেটা তাঁরা অর্জনও করেছেন সরকারি সাহায্যে। স্বনির্ভর গোষ্ঠীগুলোর কাজের মধ্যে দিয়ে অনেক ক্ষেত্রে যেমন প্রতিভার বিকাশ ঘটছে, তেমনই গ্রামের মহিলাদের স্বনির্ভরতা গ্রামীণ অর্থনীতিকেও মজবুত করছে।

Latest article