সোমনাথ বিশ্বাস : পুরভোটের (WB Municipal Election 2022) প্রস্তুতি ও প্রচার নিয়ে বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কর্মিসভা। সভায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, জেলা কো-অর্ডিনেটর তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়ক শওকত মোল্লা। এছাড়াও ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক নেতা শক্তি মণ্ডল, বিদায়ী চেয়ারম্যান শক্তি রায়চৌধুরি, বিদায়ী ভাইস-চেয়ারম্যান গৌতম দাস, বারুইপুর টাউন প্রেসিডেন্ট সুভাষ রায়চৌধুরি, স্বপন মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র-সহ বারুইপুর পুরভোটের (WB Municipal Election 2022) প্রার্থীরা।
আরও পড়ুন-১৫ ফুটের চিলা রায়ের মূর্তি, মুখ্যমন্ত্রী চান পুলিশে নারায়ণী সেনাদের
পুরভোটে প্রার্থী ও কর্মীদের কীভাবে কাজ করতে হবে সে নিয়ে সভায় প্রয়োজনীয় নির্দেশ দেন কো-অর্ডিনেটররা। সামগ্রিকভাবে রাজ্য সরকার এবং গত ৫ বছর ধরে পুরসভা যেভাবে যেভাবে উন্নয়নের কাজ করেছে তা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়। এই বার্তা নিয়েই মানুষের কাছে ভোটের আবেদন করতে হবে বলে জানান কো-অর্ডিনেটররা। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, ‘‘সম্প্রীতি, প্রগতি, একতা, আমাদের নেত্রীর নাম মমতা। ডোর টু ডোর প্রচারে জোর দিতে হবে। সবাইকে সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। জোর দিতে হবে ডিজিটাল প্রচারেও।” রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বারুইপুরের সামগ্রিক উন্নয়নের কথা তুলে ধরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে। প্রয়োজনে তিনবার করে যেতে হবে সবার বাড়ি। যাঁরা বিভ্রান্ত হয়ে আগে অন্য দলকে ভোট দিয়েছেন, তাঁদের কাছে গিয়ে আন্তরিকতার সঙ্গে নিজেদের দিকে টানতে হবে।’ তিনি আরও বলেন, ‘মাথার উপর বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাঁর হাত ধরে বারুইপুরের উন্নয়ন, কাউন্সিলরদের পুর পরিষেবার খতিয়ান তুলে ধরতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির নেতিবাচক দিকগুলিও মানুষের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প, পুর-পরিষেবার দিকগুলিও মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে।’