প্রতিবেদন : মাধ্যমিকের টেস্ট পেপারে মানচিত্রের প্রশ্নে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir)। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই প্রশ্নকে ঘিরে উঠেছে তুমুল বিতর্ক। স্বাধীন ভারতে কাশ্মীর কোথায় আজাদ হল? স্বভাবতই বিতর্কিত এই প্রশ্নকে নিয়ে কড়া পদক্ষেপ করতে চলেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিষয়টি নজরে আসার পরই সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, যাঁরা টেস্ট পেপার তৈরি করেন তাঁদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ভুল সংশোধন করে পর্ষদের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তি দেওয়া হবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওই স্থানের কোনও অস্তিত্ব আমরা মানি না। তবে কী প্রসঙ্গে লেখা হয়েছে, সেটা না দেখে মন্তব্য করা সম্ভব নয়। চলতি বছরের টেস্ট পেপারে ১৩২ নম্বর পাতায় ম্যাপ পয়েন্টিংয়ের একটি প্রশ্নে ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir) লেখা রয়েছে। পর্ষদ সূত্রের খবর, ওই স্কুলকে শোকজ করা হবে। শিক্ষককেও দেওয়া হবে শোকজ নোটিশ। এছাড়া আগামী দিনে সমস্ত স্কুল যাতে প্রশ্ন করার ক্ষেত্রে সতর্ক থাকে সে বিষয়ে নির্দেশ পাঠাচ্ছে পর্ষদ।
আরও পড়ুন-মিঠুনের কুৎসা জবাব তৃণমূলের