সংবাদদাতা, কোচবিহার : ঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড জলপাইগুড়ি, কোচবিহার। এবার ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া৷ এদিন তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও ব্লক সভাপতি সজল সরকার-সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল, শুকনো খাবার।
আরও পড়ুন-চাষিদের ১২ লক্ষ আমের চারা দেবে রাজ্য
রবিবার বিকেলে প্রায় আধ ঘণ্টার ঝড়ে তছনছ হয়ে যায় কোচবিহার দুই ব্লকের খোল্টা মরিচবাড়ি গ্রাম। অধিকাংশ টিনের চাল উড়ে যায়। গ্রামে একাধিক গাছ ভেঙে পড়ে, দুমড়ে মুচড়ে যায় ঘরবাড়ি। খুঁটি উপড়ে গিয়ে তার ছিঁড়ে রাত থেকেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। রাত পোহাতেই ক্ষতিগ্রস্ত সেই গ্রামে পৌঁছন জগদীশবাবু। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, দুর্গতদের পাশে তাঁরা আছেন সবসময়। যা প্রয়োজন হবে মেটাবেন৷ ব্লক সভাপতি সজল সরকার বলেন, এদিন তাঁদের হাতে শুকনো খাবার জলের ব্যবস্থা করা হলেও দ্রুত দু’বেলা খাবারের জন্য চাল ও সব্জি তুলে দেওয়া হবে তাঁদের।