ইস্ট লন্ডন, ৩ ফেব্রুয়ারি : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া হলেও অনেক ইতিবাচক দিক নিয়েই মেয়েদের টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে ভারত। জানিয়ে দিলেন দীপ্তি শর্মা। বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টে দাপটে খেলেও বৃহস্পতিবার ফাইনালে আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গিয়েছে হরমনপ্রীত কৌরের ভারত। ১০ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকাতেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। তাই ভাল ফলের ব্যাপারে আশাবাদী দীপ্তি।
আরও পড়ুন-থাকবেন না রুশদি
টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছেন স্পিনার-অলরাউন্ডার দীপ্তি শর্মা। ত্রিদেশীয় সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। দীপ্তি বলেছেন, ‘‘টুর্নামেন্ট থেকে অনেক ইতিবাচক দিক আমরা পেয়েছি। বোলিং এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভাল করেছি। বিশ্বকাপে এটাই আমাদের ধরে রাখতে হবে।’’
আরও পড়ুন-বিধান পরিষদ ভোটে নাগপুরে ধরাশায়ী বিজেপি
দীপ্তি আরও বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকা নিজেদের মাঠে খেলবে। কিন্তু আমরা এখানে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি সেখান থেকেই বিশ্বকাপে শুরু করতে হবে। প্রতিপক্ষ নিয়ে না ভেবে আমাদের নিজেদের দলেই ফোকাস রাখতে হবে। কীভাবে আমরা আরও উন্নত করতে পারি, সেদিকেই নজর দিতে হবে।’’ অধিনায়ক হরমনপ্রীতের ফিটনেস সমস্যা রয়েছে। তবে তিনি জানিয়ে দিয়েছেন, কয়েক দিন বিশ্রাম নিলেই বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবেন।