বেঙ্গালুরু, ১৪ মার্চ : টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক টেস্ট সিরিজেই বিপক্ষকে হোয়াইটওয়াশ করে জয়। রোহিত শর্মা বলছেন, ‘‘দল হিসেবে আমরা কিছু নির্দিষ্ট বিষয় অর্জন করতে চেয়েছিলাম। মনে হয় তা পেরেছি।’’ তিনি আরও যোগ করছেন, ‘‘গোলাপি বলের টেস্ট ম্যাচ সব সময়ই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে, ভারতের পিচে গোলাপি বল কেমন আচরণ করবে, তা নিয়ে পরিষ্কার ধারণা ছিল না। দর্শকদের উপস্থিতিতে এই জয় আলাদা মাত্রা পাচ্ছে।’’
আরও পড়ুন-তিনদিনেই টেস্ট ও সিরিজ ভারতের
তাঁর নেতৃত্বে ব্যাটসম্যান হিসেবে দলে বাড়তি গুরুত্ব পাচ্ছেন রবীন্দ্র জাদেজা। রোহিত বলছেন, ‘‘যত দিন গড়াচ্ছে, ততই ব্যাটসম্যান হিসেবে ও আরও উন্নতি করছে। সাত নম্বরে ওর উপস্থিতি দলের ব্যাটিং শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং— সব মিলিয়ে এক সম্পূর্ণ প্যাকেজ।’’ ম্যান অফ দ্য ম্যাচ শ্রেয়স আইয়ারের প্রশংসা করে রোহিতের বক্তব্য, ‘‘শ্রেয়সকে বাহবা দিতেই হবে। ও জানত, চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের মতো ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে ওকে সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু ও এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে।’’ সিরিজের সেরা ঋষভ পন্থ সম্পর্কে ভারত অধিনায়কের বক্তব্য, ‘‘ঋষভও প্রতিদিন উন্নতি করছে। এই উইকেটে ব্যাটিং এবং কিপিং দুটোই চমৎকার ভাবে সামলেছে। ওর নেওয়া গোটা দুয়েক ক্যাচ এবং স্টাম্পিংই প্রমাণ করছে, এই মুহূর্তে ও কতটা আত্মবিশ্বাসী।’’
আরও পড়ুন-ওয়ার্নকে মরণোত্তর নাইটহুড !
এদিকে, প্রথম টেস্টে জয়ের পর রবিচন্দ্রন অশ্বিনকে সর্বকালের সেরা হিসেবে চিহ্নিত করেছিলেন রোহিত। যা নিয়ে চর্চা শুরু হয়েছে। এই প্রসঙ্গে রোহিতের মন্তব্য, ‘‘এটা আমার ব্যক্তিগত অনুভূতি। যখনই অশ্বিনের হাতে বল তুলে দিই, ও ম্যাচ জেতানো পারফরম্যান্স করে। আগামী দিনে ওকে আরও ভাল ফর্মে দেখব বলেই বিশ্বাস করি।’’