দেবর্ষি মজুমদার, রামপুরহাট : পুরভোট পাঁচদিন বাকি। মঙ্গলবার সকাল থেকে বিকেল প্রচারে ঝড় তুললেন চিত্রতারকা তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়। বিজেপিকে বিঁধে বলেন, ‘‘আমি মিথ্যা বলি না। যা পারি, সেটুকুই বলি। ৯৫ একর জমি অধিগ্রহণ করে কয়েকশো কোটি ব্যয়ে বাইপাস দুবরাজপুরবাসীর কাছে বিরাট প্রাপ্তি। এতে যানজট কমেছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সংশোধিত প্যাকেজ ঘোষণার পরেই দেউচা পাঁচামিতে উৎসবের আমেজ
এটা তৃণমূল কংগ্রেসের জন্যই হয়েছে। বিজেপি মিথ্যে চেষ্টা করছে এর কৃতিত্ব নেওয়ার। আপনারা আমায় জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। তাঁর নির্দেশমতো আপনাদের বাইপাসের দাবি সংসদে তুলেছি। সংশ্লিষ্ট মন্ত্রীকে লিখেছি। তারপর মঞ্জুর হয়। তাই কৃতিত্বের হকদার তৃণমূলই।’’ তিনি আরও বলেন, ‘‘আমরা যে উন্নয়ন করি, তা চোখে দেখা যায়। রাস্তাঘাট, ড্রেন, হাইমাস্ট লাইট, সৌন্দর্যায়ন, স্টেডিয়াম, কমিউনিটি সেন্টার ইত্যাদি। যার জোরেই ভোট চাইতে আসি।’’