বিজেপি সাংসদকে কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ

তিনি বাঁকুড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে মিটিং-মিছিলে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে সাধারণ মানুষ কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : বাঁকুড়ায় পুর-যুদ্ধে বিজেপিকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। হেভিওয়েট নেতাদের এনেও কল্কে পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস ভোটের আগেই জিতে বসে আছে। এমনিতেই যত সময় গড়াচ্ছে বিজেপি ক্রমশ হারিয়ে ফেলছে জনভিত্তি। সাধারণ মানুষ আর ওদের মিথ্যা আশ্বাসে ভুলছেন না। রাজ্যের বিরোধী দলনেতা যেখানে যাচ্ছেন, বিক্ষোভের মুখে পড়ছেন। এমনকী তথাকথিত অধিকারী-গড়েও তাঁরা গুরুত্বহীন হয়ে পড়েছেন। একই হাল হচ্ছে একদা রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও।

আরও পড়ুন-বাইপাস তো করেছি আমরাই : শতাব্দী

মঙ্গলবার তিনি বাঁকুড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে মিটিং-মিছিলে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে তাঁকে সাধারণ মানুষ কালো ছাতা দেখিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। দিলীপ যে মিছিলে হাঁটছিলেন বিজেপির সেই মিছিল থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া হতে থাকে। সেই শুনে বাউড়ি সমাজের নেতা দেবদাস দাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ‘জয় বাংলা’ বলে পাল্টা স্লোগান দিতে থাকেন। বিজেপির পক্ষে উসকানি থাকলেও তৃণমূল কর্মী-সমর্থকরা তাতে পা দেননি। স্লোগান পাল্টা-স্লোগানেই সীমাবদ্ধ থাকে। কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর সংশোধিত প্যাকেজ ঘোষণার পরেই দেউচা পাঁচামিতে উৎসবের আমেজ

বিষ্ণুপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের প্রার্থী রীতা বন্দ্যোপাধ্যায় এবং ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম গোস্বামীর সমর্থনে শহরের বড় কালীতলায় একটি জনসভা অনুষ্ঠিত হয়। এখানে সরকারের জনমুখী প্রকল্পগুলো একে একে তুলে ধরে বক্তব্য পেশ করেন দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অলক মুখোপাধ্যায়। জনসভায় নারীশক্তির উপস্থিতি ছিল নজরকাড়া।

Latest article