‘হিংসা নয়, শান্তি চাই’, জৈনদের অনুষ্ঠানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

হিংসা নয়, শান্তি চাই। বাঁচুন এবং বাঁচতে দিন। বৃহস্পতিবার জৈনধর্মের অনুষ্ঠানে এভাবেই শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

প্রতিবেদন : হিংসা নয়, শান্তি চাই। বাঁচুন এবং বাঁচতে দিন। বৃহস্পতিবার জৈনধর্মের অনুষ্ঠানে এভাবেই শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চেই জৈন সমাজের একাধিক উন্নয়নের কথা দেন তিনি। জৈনদের ধর্মীয়স্থান নির্মাণে লিজে নয়, ফ্রি-হোল্ড দেওয়ার কথাও ঘোষণা করেন। ধনধান্য প্রেক্ষাগৃহে ২৫৫০তম ভগবান মহাবীর স্বামী নির্বাণ মহোৎসব থেকেই বর্ধমানে জৈন সমাজের একটি মন্দিরের দাবি জানানো হয়।

আরও পড়ুন-পিএফের দাবিতে বিক্ষোভ

মুখ্যমন্ত্রী বলেন, জৈন সমাজের জন্য কী করতে হবে আপনারা আমাকে লিখিত দেবেন। মন্ত্রিসভায় কথা বলব। ধর্মীয় স্থান তো তৈরি হবেই, আমি নিজে উদ্বোধন করব। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই করতালিতে ভরে ওঠে প্রেক্ষাগৃহ। জৈন সমাজের পক্ষ থেকে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে কোনও মুখ্যমন্ত্রী আমাদের কোনও অনুষ্ঠানে যোগদান করেননি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনুষ্ঠানে এসেছেন। এই নিয়ে তৃতীয়বার তিনি এলেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতার পরেশনাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন অনুষ্ঠান মঞ্চেই।

Latest article