পিএফের দাবিতে বিক্ষোভ

শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নাগরাকাটার বামনডাঙা চা-বাগান।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে উঠল নাগরাকাটার বামনডাঙা চা-বাগান। বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বাগানের অফিসের সামনে বিক্ষোভ দেখান। মূলত বাগানের শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়া, পিএফের টাকা না দেওয়া, তাদের মজুরির টাকা ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া এই বিষয়গুলি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান। যার ফলে উত্তাল হয়ে ওঠে চা-বাগানের অফিস চত্বর। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের বকেয়া টাকা পাচ্ছেন না।

আরও পড়ুন-কাটোয়ায় ঘুরে গেলেন খাদ্য দফতরের প্রধান সচিব, দুয়ারে সরকার শিবিরে নজরদারি

পাশাপাশি তাঁদের বেতন থেকে পিএফের টাকা কেটে নেওয়া হলেও তাঁদের পিএফ অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ছে না। তাঁদের বেতনের টাকা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বাগান কর্তৃপক্ষ। কিন্তু সেই টাকা তোলার পরিকাঠামো সেখানে নেই। এই বিষয়গুলি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখান বাগান কর্তৃপক্ষকে। এছাড়াও তাঁদের সাল ছুটি এখনও দেওয়া হয়নি যেটা তাঁদের নায্য প্রাপ্য। এই বিষয়গুলি নিয়ে কোনও কথাই বলেন না বাগান কর্তৃপক্ষ। মূলত পিএফের টাকা জমা না করা এবং তাঁদের বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ায় বেশ বিপাকে পড়েছেন শ্রমিকরা। তাঁরা তাঁদের সব টাকা তুলতে পারছেন না। পরিবার চালানো মুশকিল হচ্ছে তাঁদের। অবিলম্বে তাঁদের এই সমস্যাগুলি না মেটালে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।

আরও পড়ুন-উসকানি দিচ্ছে আরএসএস, সবাই সতর্ক, একজোট থাকুন, সংবর্ধনা নিয়ে বললেন কাজল শেখ

অন্যদিকে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শ্রমিকদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্কটা না হওয়ার ফলে তাঁদের পিএফের টাকা জমা করা যাচ্ছে না। আর সাল ছুটি এবং বকেয়া টাকা পুজোর পরে দেওয়া হবে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।

Latest article