কাটোয়ায় ঘুরে গেলেন খাদ্য দফতরের প্রধান সচিব, দুয়ারে সরকার শিবিরে নজরদারি

দুয়ারে সরকার কর্মসূচিতে শিবিরগুলি কেমন চলছে, তা দেখতে আচমকা হাজির হচ্ছেন রাজ্যের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।

Must read

সংবাদদাতা, কাটোয়া : দুয়ারে সরকার (Duare sarkar) কর্মসূচিতে শিবিরগুলি কেমন চলছে, তা দেখতে আচমকা হাজির হচ্ছেন রাজ্যের বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগে মহকুমা শাসক ও বিডিও-কে নিয়ে কালনা ১ নং ব্লকের কাঁকুড়িয়া-সহ বিভিন্ন শিবির পরিদর্শন করে যান রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রোশনি সেন। এবার কাটোয়া ১ নং ব্লকের হরিপুর ও ২ নং ব্লকের অগ্রদ্বীপ গ্রামের দুয়ারে সরকার শিবির ঘুরে গেলেন রাজ্যের খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকি।

আরও পড়ুন-উসকানি দিচ্ছে আরএসএস, সবাই সতর্ক, একজোট থাকুন, সংবর্ধনা নিয়ে বললেন কাজল শেখ

ছিলেন কাটোয়ার মহকুমা শাসক অর্চনা ওয়াংখেড়ে। শিবির থেকে এলাকার বাসিন্দারা যে সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছেন, সেগুলির জন্য আবেদনপত্র জমার কাজ ঠিকঠাক চলছে কি না, তা খতিয়ে দেখেন সিদ্দিকি। আবেদন করতে আসা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের কোনও সুবিধা-অসুবিধা হচ্ছে কি না জেনে নেন। ক্যাম্পের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে দেখেন। কাটোয়ার খাজুরডিহির বাসিন্দা সিরাজ শেখ কেরল ও আনন্দ মণ্ডল কর্নাটকে কাজ করেন। কাটোয়ার হরিপুরগ্রামে দুয়ারে সরকার শিবির থেকে আবেদনপত্র নিতে আসা সিরাজ ও আনন্দর দাবি, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, আমাদের মতো বাইরে কাজ করতে যাওয়া বাসিন্দাদের পাশে দাঁড়ানোয়। আমাদের সম্পর্কে তথ্য সরকারের কাছে থাকলে তো ভালই হয়। বিপদে-আপদে সুবিধে মিলবে।’’

Latest article