KMC 90: ‘আমরা শুধু পাস করব না, লেটারমার্কস নিয়ে পাস করব’ আত্মবিশ্বাসী চৈতালি

৯০ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষণ হয়েছে। তাই আগের কাউন্সিলর বৈশাখী চট্টোপাধ্যায়ের পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে চৈতালী চট্টোপাধ্যায়কে।

Must read

“সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে বিশেষ মাথাব্যথার কারণ থাকে না। আমরা শুধু পাস করব না, লেটারমার্কস নিয়ে পাস করব। মানুষ রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়ন দেখেছে। কলকাতা পুরসভার (KMC) কাজ দেকেছে। তার নিরিখেই ভোট হবে।” এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী চৈতালী চট্টোপাধ্যায় গলায় (Chaitali Chatterjee)। এলাকায় বিজেপি প্রার্থীকে কেউ চেনেন না। তাই বিজেপির মত ভোট পাখি নয়, সারাবছর কাজের নিরিখে ভোটের আগে উন্নয়নই হাতিয়ার চৈতালির।

আরও পড়ুন-বিরাটের দলে ফেরা সমস্যা নয়: মামরে

৯০ নম্বর ওয়ার্ড মহিলা সংরক্ষণ হয়েছে। তাই আগের কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এর পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে চৈতালী চট্টোপাধ্যায়কে। এর আগেও ২০১০ সালে এই ওয়ার্ড মহিলা সংরক্ষিত হওয়ায় প্রার্থী হয়েছিলেন চৈতালী। কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
আরও পড়ুন-

৯০ নম্বর ওয়ার্ডে উচ্চবিত্ত, শিক্ষিতদের বাস, ঠিক একইভাবে বেশকিছু বস্তি অঞ্চলও রয়েছে। এই বৃষ্টি অঞ্চলের মানুষদের জন্য চৈতালি বলেছেন ” ওয়ার্ডের বস্তি অঞ্চলগুলির মানুষ যথেষ্ট সরকারি সুবিধা পেয়েছেন। স্বাস্থ্যসাথী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার কিংবা স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ সামাজিক প্রকল্পগুলির আজ ৯০ নম্বর ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে। এখানকার মেয়েরা নানা ভাবে উপকৃত। স্বনির্ভর হওয়ার জন্য তাঁদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওয়ার্ডে প্রায় সমস্ত মানুষ ভ্যাকসিন পেয়ে গিয়েছে।”

আরও পড়ুন-দক্ষিণ আফ্রিকা সফরের দল নির্বাচন পিছিয়ে দিল বোর্ড

আগামিদিনে আরও সৌন্দর্য বৃদ্ধি করতে চান তিনি। এছাড়া রাস্তাঘাট, আলো, জল পরিষেবা আরও উন্নত করাই লক্ষ্য বলে জানালেন চৈতলী চট্টোপাধ্যায়।

Latest article