মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) আজ মঙ্গলবার শিলিগুড়ির (Siliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বিনয় তামাংদের (Binay Tamang) জানিয়ে দেন বনধ সমর্থন করা হবে না। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। সেদিন কোনও বনধ সমর্থন করা হবে না এবং নির্দেশ অমান্য করলে প্রশাসন কড়া পদক্ষেপ করবে এই কথা স্পষ্ট করে দেন তিনি। ‘বঙ্গ ভঙ্গ হবে না’ বলেও আজ কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-মাধ্যমিকের ফল প্রকাশ কবে? জানাল পর্ষদ
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ভাষা দিবসের অনুষ্ঠান থেকে গোর্খাল্যান্ডের দাবিতে বিনয় তামাংয়ের পাহাড় বনধের ডাক খারিজ করে দেন মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি বলেন, ‘বনধ করলে আমরা বনধ সমর্থন করব না। ২৩ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। প্রশাসনের পক্ষ থেকে আমি নির্দেশ দিচ্ছি, যদি কেউ বঙ্গভঙ্গ নিয়ে আন্দোলন করতে যান, তা মেনে নেওয়া হবে না। আন্দোলন করার অধিকার সকলের আছে। কিন্তু, আইন মেনে চলতে হবে। কেউ আইন হাতে নিলে সরকার তাঁকে রেয়াত করবে না, সে যে-ই হোক।’
আরও পড়ুন-প্রবাসী বাঙালিদের জন্য ‘আপন বাংলা পোর্টাল’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
তিনি আরও বলেন, ‘বনধ সমর্থন করি না- এটা আমাদের নীতি, ১১ বছরে এটা দেখিয়ে দিয়েছি। আমি শুনেছি, মাঝেমধ্যে পাহাড়ে কেউ-কেউ জাগে। উন্নয়নের জন্য নয়, কী ভাবে বন্ধ করা যায়, অশান্তি করা যায়, তার জন্য জাগে। কিন্তু, কেউ আইন হাতে নিলে, মানুষ বিপদে পড়লে সরকার তাঁকে রেয়াত করবে না, সে যে-ই হোক।’
আরও পড়ুন-BSF কমান্ডারের লালসার শিকার মহিলা কনস্টেবল
তিনি স্পষ্ট জানান ‘আমরা যেমন বনধ সমর্থন করি না, কলকারখানা বন্ধ করা পছন্দ করি না। তেমনই মনে রাখবেন, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। আজ ভাষা দিবসে সব ভাষা-ভাষীদের কাছে একটাই শপথ, একটাই অঙ্গীকার- বঙ্গ ভঙ্গ করতে দেব না।’ সব ধর্ম, সব ভাষা নিয়ে বৈচিত্র্যের মধ্যে ঐক্য গড়ে তোলার কথা বলেন মুখ্যমন্ত্রী। এদিন এনআরসি, সিএএ করতে দেবেন না বলেও তিনি জানিয়ে দেন।