ফের তাপপ্রবাহে পুড়বে উত্তরের তিন জেলা। বুধবার দুপুর থেকেই পারদ চড়েছে দুই দিনাজপুর এবং মালদহে। তবে পাহাড়ে হবে বৃষ্টি। দার্জিলিং-কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর ফলে শিলিগুড়ির আবহাওয়া বেশ মনোরমই রয়েছে। বুধবার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি। মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি। রাস্তাঘাট ছিল একেবারেই শুনশান। গরমে হাঁসফাঁস করছে মালদহ জেলাবাসী। রায়গঞ্জের তাপমাত্রা পৌঁছেছে ৪১ ডিগ্রিতে। দক্ষিণ দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি। আগামী ১৩ মে পর্যন্ত তিন জেলাতেই এমন গরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। প্রশাসনের তরফেও জারি করা হয়েছে সতর্কতা। খুব প্রয়োজন ছাড়া তিন জেলাতেই বেলায় বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কারণ এই সময় বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামতে পারে। এই বিষয়ে পযর্টকদের সতর্ক করা হয়েছে। কয়েকটি এলাকায় বিশেষভাবে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।