মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের কয়েকটি জেলায়। কিন্তু কমবে না তাপপ্রবাহ। হাওয়া অফিসের এটাই পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। গরম বেড়েছে উত্তরেও। আগামী মঙ্গলবার পর্যন্ত দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ও রবিবার দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর থেকে টানা তিনদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। তবে আগামী কয়েকদিন কোনও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সবথেকে বেশি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার মতো জেলাগুলি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি দুটোই বজায় থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৬ থেকে ৮৭ শতাংশের আশেপাশে। আবহাওয়া দফতরের কর্তারা বলছেন, আগামী ৪ দিন চরম অস্বস্তি বজায় থাকবে শহরে। এদিকে বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাগাতার কালবৈশাখীর দাপট দেখা গিয়েছে সন্ধ্যার দিকে। আগামী কয়েকদিনে কালবৈশাখীর কোনও পূর্বাভাস দিচ্ছে না হাওয়া অফিস।
আরও পড়ুন- সভা করে কৃতজ্ঞতা সরকারি কর্মীদের