পয়লা বৈশাখই হোক পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Foundation Day)। সোমবার রাজ্য বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে গঠিত কমিটির বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, পয়লা বৈশাখ দিনটিকেই যাতে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Foundation Day) হিসেবে পালন করা হয় তা প্রস্তাব আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তিনি অনুমোদন দিলে পরবর্তী পর্বে এগনো হবে, এ কথা জানালেন বৈঠকে উপস্থিত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এটি কমিটির দ্বিতীয় বৈঠক। আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিধানসভা বাদল অধিবেশনের দ্বিতীয় পর্যায়। আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বৈঠকে উপস্থিত ছিলেন সুগত বসু, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শিউলি সাহা, আশিস বন্দ্যোপাধ্যায়, কালীপদ মণ্ডল। এদিন বিএ কমিটির বৈঠকও হয়। আগামিকাল দ্বিতীয় পর্বে বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল লেবার ওয়েলফেয়ার ফান্ড (সংশোধনী) ২০২৩ বিলটি পেশ হবে। আগামী মঙ্গলবার বিলটি নিয়ে আলোচনা হবে। আগামিকাল রিসেসের আগে হবে প্রশ্নোত্তরপর্ব।
আরও পড়ুন-এক দশক পর রাজ্যে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা বাড়ালেন মুখ্যমন্ত্রী