West Bengal: শিশুমৃত্যু রোধেও এগিয়ে বাংলা

শিশুমৃত্যু রোধেও দেশের মধ্যে এগিয়ে বাংলা। গত এক দশকে এ রাজ্যে শিশুমৃত্যুর হার টানা নিম্নগামী।

Must read

প্রতিবেদন : শিশুমৃত্যু রোধেও দেশের মধ্যে এগিয়ে বাংলা (West Bengal)। গত এক দশকে এ রাজ্যে (West Bengal) শিশুমৃত্যুর (Infant Mortality) হার টানা নিম্নগামী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs) প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Home Affairs) স্যাম্পল রেজিস্ট্রেশন সার্ভের (Survey Report) রিপোর্ট। রিপোর্ট দেখা যাচ্ছে এরাজ্যে (West Bengal) মৃত্যুহারে শিশুপুত্র ও শিশুকন্যার মধ্যে কোনও বৈষম্য নেই। জন্মহার ও মৃত্যুহার কমানোর ক্ষেত্রেও চমকপ্রদ ফল করেছে রাজ্য প্রশাসন। সব ক্ষেত্রেই প্রথম তিন-চারটি বড় রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ (West Bengal)।

আরও পড়ুন-Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের (Public Health Specialist) মতে, ধারাবাহিক এই উন্নতি রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেরই প্রতিফলন। কারণ, সার্বিক স্বাস্থ্য পরিষেবার মানদণ্ডে এই সূচকগুলির তাৎপর্য অপরিসীম বলেই তাঁরা জানাচ্ছেন। ৮,৮৪৪টি নমুনার মাধ্যমে দেশের প্রায় ৮২ লক্ষ মানুষের তথ্য সম্বলিত সেই রিপোর্ট বলছে, ২০১১ সালে যেখানে বাংলায় শিশুমৃত্যুর হার (Infant Mortality Rate) (প্রতি হাজার শিশুর মধ্যে জন্মের পর এক বছরের কম সময়ে কতজন মারা যাচ্ছে) ছিল ৩২, সেখানে ২০১৯ সালে তা কমে হয়েছে ২০। বাংলায় শিশুমৃত্যুর ক্ষেত্রে আবার শিশুকন্যা ও শিশুপুত্রের মধ্যে কোনও ফারাক নেই। বাকি প্রায় সব রাজ্যের (West Bengal) ক্ষেত্রে কিন্তু ফারাক দেখা গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এটি বাংলার সামাজিক অবস্থার একটি ভাল দিক নির্দেশ করছে। অর্থাৎ, এর থেকে বোঝা যেতে পারে, মৃত শিশু ছেলে হোক বা মেয়ে, তাদের মৃত্যুর ক্ষেত্রে মেয়েরা বাড়তি অবহেলার শিকার হয়নি।

আরও পড়ুন-Subrata Mukherjee: আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ

Latest article