এবার আধার কার্ডের মতো বাড়িরও পরিচয়পত্র

Must read

অভিরূপ ভট্টাচার্য : আধার কার্ডের (Aadhaar Card) ধাঁচে এবার বাড়িরও তৈরি হবে ১০ সংখ্যার ‘ডিজিটাল অ্যাড্রেস কোড’। ডিজিটাল পদ্ধতিতে যেভাবে মানুষের হরেক তথ্য জমা থাকে আধারে, ঠিক তেমনি প্রত্যেক বাড়িরও আলাদা তথ্য থাকবে এই ১০ সংখ্যক ইউনিক নম্বরে। কেন্দ্রের যোগাযোগ মন্ত্রক এমনই ব্যবস্থা চালু করতে চলেছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন-Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে

কী এই ‘ডিজিটাল অ্যাড্রেস কোড’? বিষয়টির সঙ্গে আধার ব্যবস্থার অনেক মিলের কথা বলছে কেন্দ্র। যেভাবে আধার নম্বর দিয়ে একজন মানুষের যাবতীয় খুঁটিনাটি তথ্য জানা যায়, ঠিক সেইভাবে কোনও বাড়ির খুঁটিনাটিও এই নম্বর থেকে জানা যাবে। প্রতিটি ঠিকানায় এই ১০ সংখ্যার কোডটি ব্যবহার করা যাবে। প্রতিটি বাড়ির জন্য আলাদা আলাদা কোড থাকবে। যেভাবে সফটওয়্যার ‘কিউআর’ কোড পড়তে পারে, এই ১০ সংখ্যার ইউনিক কোড নম্বরও পড়তে পারবে। প্রতিটি বাড়ি, ফ্ল্যাট, অফিসের জন্য থাকবে আলাদা কোড। এমনকী একটি বাড়িতে যদি আলাদা পরিবার বসবাস করে তাদের জন্য থাকবে আলাদা কোড নম্বর। প্রত্যেকে আধার নম্বর তৈরির সময় বাড়ির ঠিকানা দিয়ে থাকেন। অনেক সময় সেই ঠিকানায় সেই ব্যক্তি থাকেন না। যেকোনও প্রয়োজনে সেই ব্যক্তিকে খুঁজে পেতে প্রশাসনের যথেষ্ট বেগ পেতে হয়। এই ইউনিক কোড নম্বর চালু হলে সমাধান হবে সমস্যার।

Latest article