বাড়ল স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ

মিলবে আরও ৯ মাস বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

Must read

প্রতিবেদন : জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে (Stamp Duty) ছাড়ের মেয়াদ আরও ন’মাস বাড়ানো হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড পরিস্থিতির মধ্যে ২০২১ সালের জুলাই মাসে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। তার পর বেশ কয়েক দফায় তা বাড়ানো হয়। চলতি ছাড়ের মেয়াদ শনিবার, ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। তার আগে অর্থ দফতর শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে ওই ছাড়ের মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বজায় রাখার কথা ঘোষণা করেছে। শুধু স্ট্যাম্প ডিউটিতেই নয়, সরকার নির্ধারিত দাম বা সার্কেল রেটেও ১০ শতাংশ ছাড়ের মেয়াদ ওই সময় পর্যন্ত বজায় থাকবে। শুক্রবার অর্থদফতর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ছাড়ের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। অতিমারির কারণে ২০২০–’২১ ও ২০২১–’২২ অর্থ বছরে ফ্ল্যাট কেনা-বেচায় বেশ বড়সড় ধাক্কা এসেছিল। সার্বিকভাবে আবাসন শিল্পের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রী স্ট্যাম্প ডিউটি ও সার্কেল রেটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এই ছাড়ের ফলে সাধারণ মানুষ ফ্ল্যাট কিংবা বাড়ি কেনার সময় যেমন উপকৃত হয়েছেন, সেরকম আবাসন শিল্প কিছুটা চাঙ্গা হয়েছে। রাজ্য সরকারের আয়ও বেড়েছে।‌‌
প্রশাসনিক সূত্রে খবর, রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার কথা ঘোষণা করার পর রাজ্য সরকার এ-বাবদ রেকর্ড রাজস্ব আদায় করেছে। ২০২০-২১ অর্থবর্ষে রাজ্যে স্ট্যাম্প ডিউটি বাবদ ৫,২৭৯ কোটি ৬৫ লক্ষ টাকা আয় হয়েছিল। ২০২১-’২২ আর্থিক বছরে তা গিয়ে দাঁড়ায় ৭,০৯৩ কোটি ৪৫ লক্ষ টাকায়। তার মধ্যে ৫০৭৬ কোটিই আসে প্রথম ন’মাসে অর্থাৎ এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে। নবান্নের আধিকারিকদের দাবি, গতবার এই খাতে আদায় সর্বকালীন রেকর্ড গড়েছিল।
চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে স্ট্যাম্প ডিউটি (Stamp Duty) সংগ্রহের ক্ষেত্রে রাজ্যে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য এ-ব্যাপারে যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীকে। তাঁর দাবি, ‘এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শিতার ফল। রাজস্ব আদায়ের থেকেও বড় বিষয় হল, এই সিদ্ধান্তের কারণে বহু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে।’

আরও পড়ুন- ডেঙ্গি নিয়ে আজ নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক

Latest article