পথ দেখাল বাংলা, মা ক্যান্টিনের আদলে উত্তরপ্রদেশে “দিদি ক্যাফে”, টুইট কুণাল ঘোষের

আপাতত মথুরা, লখনউ, ফিরোজাবাদ, বৃন্দাবনের মতো উত্তরপ্রদেশের ১৬টি পুরসভা এলাকায় "দিদি ক্যাফে" চালু করা হবে

Must read

বছর কয়েক আগে উত্তর প্রদেশে উন্নয়নের খতিয়ান দেখাতে গিয়ে বিজ্ঞাপনে দেওয়ার সময় কলকাতার মা উড়ালপুলের ছবি দিয়েছিল যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন সরকার।

আরও পড়ুন-শিক্ষার আলো ছড়াতে চান কৃষ্ণা সোরেন

এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন প্রকল্প আনছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। সেই রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় চালু হতে চলেছে “দিদি ক্যাফে”! এই ক্যাফে বা ক্যান্টিনে স্বল্প মূল্যে খাবার পাওয়া যাবে। গরীব মানুষের সুবিধা ও স্বনির্ভর মহিলাদের কর্মসংস্থান একসাথেই হবে। উদ্যোগ ভালো হলেও ”নকল”। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মা ক্যান্টিনের আদলে যোগী রাজ্যে এবার “দিদি ক্যাফে”। বাংলা যেটা আজ ভাবে গোটা দেশে সেটা আগামী দিনে ভাবে।

আরও পড়ুন-প্র্যাকটিসে চোট রোহিতের, জোড়া স্পিনার খেলানো নিয়ে সিদ্ধান্ত আজ

এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। দিদি ক্যাফের ছবি পোস্ট করে তিনি লিখছেন, “দিদি ক্যাফে। উত্তরপ্রদেশ সরকারের নতুন পদক্ষেপ। মহিলা পরিচালিত সুলভ খাবারের কাউন্টার। বাংলায় অনেক আগেই পাঁচ টাকায় সুলভ লাঞ্চ চালু। ‘দিদি’ শব্দটা দেখছি মনের ভেতর একেবারে গেঁথে গিয়েছে। এরা কাজও করে বাংলার পরে, নামকরণেও অবচেতনে বাংলাকে প্রণাম জানায়। জয় দিদি। জয় বাংলা”!

আরও পড়ুন-দিনের কবিতা

আপাতত মথুরা, লখনউ, ফিরোজাবাদ, বৃন্দাবনের মতো উত্তরপ্রদেশের ১৬টি পুরসভা এলাকায় “দিদি ক্যাফে” চালু করা হবে। সরকারের তরফে একটি বৈঠকে এই প্রকল্পের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক সরকারি আধিকারিক।

 

Latest article