প্র্যাকটিসে চোট রোহিতের, জোড়া স্পিনার খেলানো নিয়ে সিদ্ধান্ত আজ

রাত পোহালেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কিন্তু তার আগেই আতঙ্কের চোরাস্রোত ভারতীয় শিবিরে! নেটে চোট পেলেন রোহিত শর্মা

Must read

লন্ডন, ৬ জুন : রাত পোহালেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। কিন্তু তার আগেই আতঙ্কের চোরাস্রোত ভারতীয় শিবিরে! নেটে চোট পেলেন রোহিত শর্মা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অধিনায়কের চোটে চিন্তায় গোটা শিবির।

আরও পড়ুন-হিংসার আগুনে জ্বলছে মণিপুর, শহিদ ১ জওয়ান

মঙ্গলবার ছিল টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলন। সচরাচর ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেন না। কিন্তু এদিন সাংবাদিক বৈঠক সেরে সরাসরি মাঠে চলে আসেন রোহিত। সেখানে থ্রো ডাউন নিতে গিয়ে বিপত্তি। একটি বল বাড়তি বাউন্স করে সরাসরি রোহিতের বাঁ হাতের বুড়ো আঙুলে লাগে। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। ভারতীয় দলের ফিজিও রোহিতের চোট পরীক্ষা করে আঙুলে টেপ লাগান। কিছুক্ষণ পর ফের নেটে ঢুকেছিলেন রোহিত। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন করে শেষ পর্যন্ত আর ব্যাট করেননি।
ভারতীয় শিবিরের খবর, রোহিতের চোট ততটা গুরুতর নয়। বাড়তি সতর্কতার জন্যই আর নেটে ব্যাটিং করেননি তিনি। তবে অধিনায়কের চোটের দিকে নজর রাখা হচ্ছে। বুধবার সকালে আরও একদফা ডাক্তারি পরীক্ষার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন-যাত্রী সুরক্ষার গাফিলতি ঢাকতেই কি অন্তর্ঘাত তত্ত্ব? ডিআরএম-এর বক্তব্যে বাড়ল বিতর্ক, নিখোঁজ বহু

এদিকে, ওভালের ২২ গজ ধন্দে রাখছে ভারতীয় শিবিরকে। এমনিতে, ওভালের সকালের দিকে জোরে বোলাররা ভালই সুইং পান। বেলা গড়ালে অবশ্য সুইং খানিকটা কমে। আবার ম্যাচের শেষ দিকে স্পিনাররাও পিচ থেকে সাহায্য পান। তবে পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। যেহেতু এই প্রথমবার ওভালে জুন মাসে কোনও টেস্ট ম্যাচ হচ্ছে, তাই জুনে ওভালের পিচ কী আচরণ করে, তার কোনও অতীত ইতিহাস নেই।
এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত তো বলেই দিলেন, ‘‘এখানে পিচের চরিত্র কথায় কথায় বদলে যায়। আজ একরকম তো কাল অন্যরকম।’’ জোর চর্চা, জোড়া স্পিনার নিয়েই মাঠে নামবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে, অশ্বিন ও জাদেজা দু’জনেই খেলবেন। দুই পেসার শামি ও সিরাজের খেলা নিশ্চিত। তবে তৃতীয় জোরে বোলার কে, তা নিয়ে প্রশ্ন থাকছে।

আরও পড়ুন-ডেঙ্গি-ম্যালেরিয়া রোধে কড়া রাজ্য, পুরসভাকে দিতে হবে সাপ্তাহিক রিপোর্ট, ১৫ দিনে বাড়িতে ভিজিট

টিম কম্বিনেশন নিয়ে রোহিতের বক্তব্য, ‘‘কাল সকালে পিচ দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই অশ্বিন খেলছে না, এটা বলতে পারছি না। প্রত্যেককেই তৈরি থাকতে বলা হয়েছে। দেখা যাক কী হয়।’’ দীর্ঘদিন হয়ে গেল ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। এবার সেই খরা কাটানোর সুযোগ রয়েছে। রোহিত বলছেন, ‘‘আমি বা আমার আগে যারা নেতৃত্ব দিয়েছে, প্রত্যেকেরই লক্ষ্য এক, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। যত বেশি সম্ভব ম্যাচ এবং ট্রফি জেতা। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল আমরা কোনও আইসিসি ট্রফি জিতিনি। তবে এরজন্য বাড়তি কোনও চাপ নিচ্ছি না।’’ তিনি আরও বলেন, ‘‘টেস্ট ক্রিকেটই সেরা। সব থেকে কঠিন চ্যালেঞ্জ এই ফরম্যাটেই নিতে হয়। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা যে কোনও মূল্যে জিততে চাই। অধিনায়ক হিসেবে অন্তত গোটা দুয়েক আইসিসি ট্রফি জেতাই লক্ষ্য।’’

Latest article