ন্যক্কারজনক! বাংলা ভাষার বিরোধিতায় বাংলার গদ্দার

একেই বলে দ্বিচারিতা। বাংলার জন্য একদিকে কুম্ভীরাশ্রু বিসর্জন দিয়ে চলেছেন, অন্যদিকে উসকানি দিয়ে চলেছেন বাংলা ভাষার প্রসারের বিরুদ্ধে

Must read

প্রতিবেদন : একেই বলে দ্বিচারিতা। বাংলার জন্য একদিকে কুম্ভীরাশ্রু বিসর্জন দিয়ে চলেছেন, অন্যদিকে উসকানি দিয়ে চলেছেন বাংলা ভাষার প্রসারের বিরুদ্ধে। এটাই আসল রূপ বিরোধী দলনেতার। ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা ভাষাকে সম্প্রতি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। স্বাগত জানিয়েছে জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে বাংলার শিক্ষামহল, বিশেষ করে পড়ুয়ারা এবং ভবিষ্যতের পরীক্ষার্থীরা। কিন্তু ভাষাগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার নামে মঙ্গলবার তাঁদের রীতিমতো উসকানি দিলেন তিনি।

আরও পড়ুন-হিংসার আগুনে জ্বলছে মণিপুর, শহিদ ১ জওয়ান

গদ্দারের পরামর্শ, নিজেদের ভাষাগত অধিকার এবং মর্যাদার দাবিতে রাস্তায় নামুন আপনারা। ভাষাগত সংখ্যালঘুদের প্রয়োজনে আদালতে যাওয়ারও পরামর্শ দিয়েছেন বলে জানালেন নিজেই। জানালেন, রাজ্যের এই সিদ্ধান্ত নাকি বাতিল হয়ে যাবে। ধর্মীয় বিভাজনের অপচেষ্টার পাশাপাশি এবারে নানা ভাষাভাষীর মানুষের মধ্যেও বিভেদ সৃষ্টি করে গদ্দার যে রাজনৈতিক ফয়দা লুটতে ব্যস্ত, তা তাঁর কথাতেই স্পষ্ট।

Latest article