হিংসার আগুনে জ্বলছে মণিপুর, শহিদ ১ জওয়ান

ফিরেছে আতঙ্কের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

Must read

প্রতিবেদন : এখনও পর্যন্ত অশান্তি থামার কোনও ইঙ্গিতই নেই মণিপুরে। সোমবার রাতে হিংসা-বিধ্বস্ত মণিপুরে জঙ্গিদের একটি দলের সঙ্গে সংঘর্ষের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের এক জওয়ান শহিদ হয়েছেন। জখম হয়েছেন বিএসএফের এক এবং অসম রাইফেলসের দুই জওয়ান। মণিপুরের সেরুতে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, গুলিবিদ্ধ সেনা জওয়ানদের হেলিকপ্টারে করে ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন-যাত্রী সুরক্ষার গাফিলতি ঢাকতেই কি অন্তর্ঘাত তত্ত্ব? ডিআরএম-এর বক্তব্যে বাড়ল বিতর্ক, নিখোঁজ বহু

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যে ১০ জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মণিপুর সফরের পরেও সেখানকার পরিস্থিতি এতটুকু বদলায়নি। এখনও রাস্তায় টহল দিচ্ছে সেনা। বাড়িঘর এখনও জনমানবশূন্য। নতুন করে রাজ্যের এক কংগ্রেস বিধায়কের বাড়ি-সহ বহু বাড়িতে আগুন লাগানো হয়েছে।

আরও পড়ুন-ডেঙ্গি-ম্যালেরিয়া রোধে কড়া রাজ্য, পুরসভাকে দিতে হবে সাপ্তাহিক রিপোর্ট, ১৫ দিনে বাড়িতে ভিজিট

রাজ্যের বিভিন্ন অংশে জঙ্গি গোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের খবর মিলেছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রচুর পরিমাণ স্বয়ংক্রিয় অস্ত্র, মর্টার, গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কুকি জঙ্গি গোষ্ঠী রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে হামলা চালাচ্ছে। তাদের হামলার জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। ফিরেছে আতঙ্কের ছায়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। মোতায়ন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী।

Latest article