বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর ২০২২, যখন ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটে তুমুল আড়ম্বর এর সঙ্গে নেতাজি ইন্ডোরে (Netaji Indoor Stadium) শুরু হল ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International film festival)। এবারের এই চলচ্চিত্র উৎসব যেন চাঁদের হাট। পুরো অনুষ্ঠানের তদারকির দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
আরও পড়ুন-‘রানীকে দিয়ে আমি বাংলায় সংলাপ লিখিয়ে নিয়েছি’ মঞ্চে উঠেই ভাঙা বাংলায় মন কাড়লেন বাদশা
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে নিজের বক্তব্যে রাজ্যের চলচ্চিত্র উৎসবের প্রশংসা করলেন রাজ্যপাল (governor) সি ভি আনন্দ বোস৷ রাজ্যপাল এবারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম বক্তা ছিলেন৷ তাঁর বক্তব্যে রাজ্যের ফিল্ম ইতিহাসের কথা উঠে এল। তিনি উদ্বোধনের মঞ্চে উপস্থিত অতিথিদের মধ্যে শাহরুখ খান বা অমিতাভ বচ্চনের কথাও বললেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন ৷ তিনি মুখ্যমন্ত্রীকে কাব্যিক ও শৈল্পিক বলে সম্মোধন করেন৷ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবের কথা উল্লেখ করে তিনি এদিন বলেন, ‘যেমন জঙ্গলে সেরাদের মধ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, তেমনই চলচ্চিত্র উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার এই কলকাতা চলচ্চিত্র উৎসব আসলে উৎসবের জগতে রয়্যাল বেঙ্গল টাইগার৷’
আরও পড়ুন-‘মমতা অনেক ধন্যবাদ এবং তুমি জানো আমি তোমার পাশে রয়েছি সবসময়’ চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বার্তা জয়ার
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে তিনি বলেন, ‘রয়াল বেঙ্গল টাইগার হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই ফিল্ম ফেস্টিভ্যাল তারকাদের জন্য নয়, কমন ম্যানদের জন্য। কমন ম্যানদের জন্য এঁরা সকলে স্টার। স্টাররা আসবে, যাবে, কিন্তু সাধারণ মানুষ থাকবে।’ সব শেষে তিনি শাহরুখ খানের ছবির সংলাপও বলেন, ‘ডোন্ট আন্ডার এস্টিমেট দ্যা পাওয়ার অফ কমন ম্যান৷’