দেবনীল সাহা: ঘণ্টাখানেকের ভারী বৃষ্টিতেই জল জমে যাওয়া যাদবপুরের ঝিল রোড ব্যাঙ্ক প্লটের দীর্ঘদিনের সমস্যা। বাম আমলে কোনও ব্যবস্থা না নেওয়ায় আগে বেশিরভাগ ক্ষেত্রেই বৃষ্টি থামার পরও জল জমে থাকত ২-৩ দিন। কিন্তু ইদানীং ১০৪ নম্বর ওয়ার্ডের ঝিল রোড ব্যাঙ্ক প্লট এলাকায় বিবি ওয়ান ক্যানেলের ধারে প্রতি বর্ষায় কলকাতা পুরসভার তরফে বসানো হয় বিশেষ পাম্প।
আরও পড়ুন-আরশোলার বিমান যাত্রা
তাতে অতিভারী বৃষ্টিতে কিছুক্ষণের জন্য জল জমলেও স্থায়ী হয় না। তবে বহুদিন ধরেই জল জমার এই সমস্যা থেকে পাকাপাকিভাবে মুক্তির দাবি ছিল এলাকাবাসীদের। এবার ১০৪ নম্বর ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের এই সমস্যা চিরকালের জন্য মেটাতে পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। জল জমা রুখতে ওই বিবি ওয়ান খালের উপরেই তৈরি হবে বিশেষ হোয়েল পাম্পিং স্টেশন। এই নিয়ে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বরো ১১-এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী জানান, খালের কিছু জায়গা সংকীর্ণ এবং অগভীর। তাই বর্ষায় খাল পরিপূর্ণ হয়ে জল বেরনোর সমস্যা হয়। এখন ওই খালের উপরেই একটি পাম্পিং স্টেশন করা হবে। বৃষ্টি হলেই এলাকার বিভিন্ন নিকাশি নালা থেকে পাম্পের সাহায্যে জল নিষ্কাশন করা হবে। খালের ধার দিয়েই পাইপলাইনের মাধ্যমে সেই জল কিছুদূর নিয়ে গিয়ে খালের চওড়া ও গভীর অংশে ফেলা হবে। এতে খাল পরিপূর্ণ হয়ে গেলেও নিকাশির সমস্যা হবে না। ফলে এলাকায় জল জমার সমস্যাও চিরকালের জন্য মিটবে।
আরও পড়ুন-নির্যাতনের তীব্র নিন্দা কিসান সংঘের বৈঠকে, বিজেপির স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ সংঘ
কলকাতা পুরসভা সূত্রে খবর, ইতিমধ্যেই ১০৪ নম্বর ওয়ার্ডে ওই হোয়েল পাম্পিং স্টেশনের অনুমোদন মিলেছে পুর কর্তৃপক্ষের তরফে। এবার টেন্ডার পাশ করিয়ে চলতি বছরের মধ্যেই শুরু হবে কাজ। এই জল নিষ্কাশন পাম্প বসানো হলে ১০৪ নম্বরের পাশাপাশি ৯২, ৯৩ ও ১০৫ নম্বর ওয়ার্ডের মানুষও উপকৃত হবেন। বর্ষা আসার আগেই যাদবপুরের বিস্তীর্ণ এলাকায় জমা জলের সমস্যা থাকবে না।