‘বিজেপি যেটা করেছে, অনেক জায়গায় ৩০ শতাংশ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে’ প্রকল্প সুবিধাভোগীদের নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

বুধবার কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে সামনের পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Must read

বুধবার কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে সামনের পঞ্চায়েত ভোট নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এদিন ভোটার তালিকা নাম তোলা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার কৃষ্ণনগরের (Krishnanagar) সভা থেকে তিনি বলেন, ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আধার কার্ড (Aadhar Card) থেকে লক্ষ্মীর ভান্ডার কোন কিছুই পাবেন না। কারণ কেন্দ্রের সরকার ভয়াবহ সরকার।

আরও পড়ুন-‘২০২৪ এ বিজেপি ক্ষমতায় আসবে না, আসতে পারে না’ আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে সব পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। ঘটনাচক্রে, বুধবারই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি যেটা করেছে, অনেক জায়গায় ৩০ শতাংশ লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আপনার নাম ভোটার লিস্টে আছে কি না নিজে দেখবেন।’’ আশঙ্কা প্রকাশ করে মমতা বলেন, ‘‘আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তা হলে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড, সব কিছু পরিষেবা থেকে বঞ্চিত হবেন। কারণ বিজেপি সরকার, ভয়াবহ সরকার।’’ ভোটার লিস্টে যাতে সকলের নাম তা দলীয় কর্মীদের দেখার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, ভোটারদেরও সেই বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দেন মমতা।

Latest article