মণীশ কীর্তনিয়া, দার্জিলিং: জিটিএ-র নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Darjeeling- Mamata Banerjee)। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়ং-সহ পাহাড়ের উন্নয়নে দ্রুত পরিকল্পনা রুপায়নের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জলের সমস্যা দার্জিলিং সহ পাহাড়ে দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী বলেন অনেক সময় জল থাকলেও তা পান করার উপযুক্ত হয় না। এ প্রসঙ্গে চেন্নাই-এর উদাহরণ দেন মমতা (Darjeeling- Mamata Banerjee)। পাহাড়ে ঝরনার জলকে কীভাবে সংরক্ষণ করে তা ব্যবহার করা যায়- তার নানা পন্থা বাতলে দেন মুখ্যমন্ত্রী। বলেন, ঝরনার জল অত্যন্ত উপকারী। সেই জলই বোতলে ভরে চড়া দামে বিক্রি করে বহুজাতিক সংস্থাগুলি। এবার ঝরনার জল পানের উপযোগী করে বটলিং প্ল্যান্ট করার ব্যবস্থার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে রাজ্যের সব বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছবে।
দার্জিলিংয়ের আর এক সমস্যা পার্কিং-এর। যার জেরে দীর্ঘ যানজটে আটকে যায় পাহাড়ি পথ। এই সমস্যার সমাধানের দাবি বেশ কিছুদিন ধরে জানিয়েছিলেন জিটিএ-র নবনির্বাচিত চেয়ারম্যান অনীত থাপা। On the way পার্কিংয়ের ব্যবস্থা করার কথা বলেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, একজন জমি দিতে প্রস্তুত। দার্জিলিং-এ ২০০ একর জমিতে নতুন শহর হতে পারে। সেটি হবে শিল্পশহর। সেখানে বিজনেস হাব হবে, হবে শপিংমল-হোটেল-রেস্তোরাঁ। মমতা বলেন, “পাহাড়ে শান্তি বজায় থাকলে আইটি ইন্ডাস্ট্রিকে আমি আবেদন করব, এখানে আইটি হাব গড়ার জন্য। সারা বিশ্বের সঙ্গে পাহাড়ের ছেলেমেয়েদের যোগাযোগ হবে।”
আরও পড়ুন: GTA-র শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বার্তা: পাহাড়ে শান্তি থাকলেই উন্নয়ন হবে
মিরিক ভূমিকম্প প্রবণ এলাকা। তার জন্য আলাদা পরিকল্পনা করে ইকো-ট্যুরিজম করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, গত ১০ বছরে GTA-কে ৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে।কার্শিয়ং থেকে রোহিণী পর্যন্ত রোপওয়ের কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি রুখতে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মংপোতে হিল ইউনিভার্সিটি হবে বলে জানান মমতা। একইসঙ্গে দার্জিলিং হিল ইউনিভার্সিটি কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন তিনি। জব ফেয়ারের অধীন রাজ্যে ৩০ হাজার যুবক-যুবতী শীঘ্রই চাকরি পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।
পাহাড়ের পর্যটনের নয়া দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লামা হাটা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হোমস্টে-র ব্যবস্থা রয়েছে পাহাড়ে। এবার আইন মেনে চা বাগানে Homestay করার পরিকল্পনা করছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, বাগডোগরায় আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করা হবে। পাহাড়ের মহিলারা বাণিজ্যিকভাবে গাড়ি চালাতে চাইলে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।