ডাবলিন, ২৯ জুন : অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়। তিনি স্বভাবতই উচ্ছ্বসিত।
কিন্তু উচ্ছ্বাসের আতিশয্যে ভেসে না গিয়ে সবার আগে দু’জনের নাম সামনে আনলেন হার্দিক পাণ্ডিয়া (Cricketer Hardik Pandya)। একজন উমরান মালিক। প্রচণ্ড ঝুঁকি নিয়ে যাঁকে দিয়ে শেষ ওভার বল করিয়েছেন। উমরান অধিনায়কের এই ভরসার দাম দিয়েছেন। অন্যজন দীপক হুডা। যিনি মঙ্গলবার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন মাত্র ৫৫ বলে।
ম্যাচের পর হার্দিককে স্বভাবতই খুশি দেখাল। তিনি বলছিলেন, ‘‘গর্ব হচ্ছে। ছোটবেলা থেকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। তারপর নেতৃত্ব দিলাম। এবার সিরিজ জিতলাম। তবে হুডা এবং উমরান যেভাবে খেলেছে, তাতে আমি খুব খুশি। হুদা দারুণ ব্যাট করেছে।” উমরান যখন শেষ ওভারে হাতে বল নেন, আয়ারল্যান্ডের জেতার জন্য দরকার ছিল ১৭ রান। একটু ঝুঁকি নিয়েই হার্দিক তরুণ তুর্কি উমরানের হতে বল তুলে দেন। তাঁকে নিরাশ করেননি জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার। হার্দিক (Cricketer Hardik Pandya) ম্যাচের শেষে বলেন, ‘‘উমরানকে বল দিয়েছিলাম, কারণ ওর বলে পেস আছে। জানতাম এই পেসে মারা সহজ হবে না। আয়ারল্যান্ড ভাল খেলেছে। তবে আমাদের বোলাররা ওদের সীমা ছাড়াতে দেয়নি।”
আরও পড়ুন: বিকল্প বুমরা, রোহিত নিয়ে ধোঁয়াশা
৫৫ বলে সেঞ্চুরি করে হুডা ভারতকে ২২৫ রানে পৌঁছে দেন। ম্যাচের সেরা হয়েছেন তিনি। হুডাকে নিয়ে অধিনায়কের প্রতিক্রিয়া এইরকম, ‘‘হুডা অসাধারণ খেলেছে।” একইসঙ্গে হার্দিক দর্শকদেরও খুব প্রশংসা করেছেন। কার্তিক ও সঞ্জু যে এই দর্শকদের ফেভারিট প্লেয়ার ছিলেন, সেটাও তাঁর বক্তব্যে উঠে এসেছে।