বিকল্প বুমরা, রোহিত নিয়ে ধোঁয়াশা

Must read

বার্মিংহাম, ২৯ জুন : রোহিত শর্মাকে নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বুধবার মিডিয়াতে খবর রটে গিয়েছিল যে, বার্মিংহাম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন রোহিত। তাঁর অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। বিসিসিআই সূত্রের খবর ছিল, টিম মিটিংয়ে বুমরাকে মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিলিগুড়িতে ক্রিকেট মাঠের খোঁজ ঘরের ছেলের

কিন্তু রাতে সাংবাদিক সম্মেলনে এসে দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিলেন, রোহিত এখনও শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্টের ভাবনায় রয়েছেন! দ্রাবিড়ের বক্তব্য, “আমাদের মেডিকেল টিমের পর্যবেক্ষনণে রয়েছে রোহিত। বার্মিংহাম টেস্ট থেকে ও এখনও ছিটকে যায়নি।”
দ্রাবিড় আরও বলেন, “আমাদের হাতে এখনও ৩৬ ঘণ্টা সময় আছে। আজ রাতে রোহিতের কোভিড টেস্ট হবে। কাল সকালেও আরেকটি কোভিড টেস্ট হতে পারে। দেখা যাক কী হয়! তবে মেডিকেল টিমই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” রোহিত খেলতে না পারলে বুমরা কি দলকে নেতৃত্ব দেবেন? দ্রাবিড়ের জবাব, “এ নিয়ে সিদ্ধান্ত নেবেন জাতীয় নির্বাচকরা।” সব মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে লাল বলের লড়াই শুরুর আগে ভারতীয় শিবিরে নেতৃত্ব নিয়ে রীতিমতো ধাঁধার পরিবেশ!

এদিকে, বুধবার থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টের প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলিরা। রোহিতের অনুপস্থিটিতে এদিনের প্র্যাকটিসে নেতার ব্যাটন ছিল বিরাটের হাতে। অন্তত দৃশ্যত তেমনটাই মনে হয়েছে। যেভাবে বিরাট সবাইকে উৎসাহ দিয়েছেন, তাতে তাঁকেই দলের নেতা মনে হতে বাধ্য। কোচ রাহুল দ্রাবিড়ও দীর্ঘক্ষণ বিরাটের সঙ্গে আলাদাভাবে কথা বললেন।

Latest article