পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে জুড়ে দেওয়া হবে বিভিন্ন হস্তশিল্পের স্টল: মুখ্যসচিব

Must read

বাংলার হস্তশিল্পের প্রসারে রাজ্যে পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন হস্তশিল্পের (Handicraft) স্টল। জেলাশাসকদের নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। প্রতিটি জেলার পর্যটন কেন্দ্রগুলিতে তন্তুজ, মঞ্জুষা, বিশ্ববাংলা-র এবং বাংলার হস্তশিল্পের সঙ্গে যুক্ত গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য স্টল বা শো-রুম তৈরি করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (CS Harikrishna Dwivedi)।

নবান্ন থেকে জারি করা নির্দেশে বলা হয়েছে, শোরুম বা দোকান ঘরের মতো উপযুক্ত জায়গা না পেলে কিয়স্কের ব্যবস্থা করতে বলা হয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে জায়গা ঠিক করে পর্যটন ও ক্ষুদ্র, মাঝারি ও কুঠির শিল্প দফতরের সচিবের কাছে বিস্তারিত তথ্য পাঠাতে হবে জেলাশাসকদের।

আরও পড়ুন: প্রয়াত ‘এক টাকার ডাক্তার’ সুশোভন বন্দ্যোপাধ্যায়, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সামনে পুজোর মরসুম। সেই সময় রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়ে। সেই কারণে সেপ্টেম্বরের মধ্যেই প্রতিটি পর্যটন কেন্দ্রে অন্তত পনেরো-কুড়িটি হস্তশিল্প ও হ্যান্ডলুমের স্টল বা কিয়স্ক চালু করার চেষ্টা করা হচ্ছে। জেলাশাসকদের পাঠানো চিঠিতে রাজ্যের ২০টি জেলার প্রতিটি পর্যটন কেন্দ্র ধরে ধরে শোরুম বা কিয়স্ক তৈরির সম্ভবনার কথা উল্লেখ করেছেন মুখ্যসচিব। রাজ্যের বহু পর্যটন কেন্দ্রের সঙ্গে ধর্মীয় ও সংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। সেই সব জায়গাতে স্মারকের স্টলের উপর জোর দেওয়া হয়েছে।

Latest article