প্রতিবেদন : শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নাম না করে বিচারপতিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC-Kunal Ghosh)। ওই মামলার পর্যবেক্ষণে বিচারপতি গঙ্গোপাধ্যায় কখনও বলেন ‘ধেঁড়ে ইঁদুররা সামনে আসবে’, কখনও বলেন, ‘দালাল মুখপাত্র’, কখনও আবার বলেছেন, ‘ঢাকি সহ বিসর্জন দিয়ে দেব’। এই আবহে বুধবার সকালে একটি ট্যুইট করেন কুণাল ঘোষ। টুইটারে তিনি লেখেন, ‘দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলুক, অপরাধীরা শাস্তি পাক’। এরপরই তিনি লিখেছেন, ‘‘যদি কেউ সব জানেন, ‘মাথা’ চেনেন, ‘ধেড়ে ইঁদুর’ জানেন বলে ভাব দেখিয়ে প্রচার চান, তাঁকে অবিলম্বে সেই মামলায় সাক্ষী হিসেবে তদন্তে ডেকে পাঠানো হোক। যিনি সব জানেন, তিনি শুধু সংলাপ দিয়ে মেগাসিরিয়াল চালাবেন কেন? আসুন তদন্তে।” যদিও ট্যুইটের কোথাও কারও নাম করেননি কুণাল। তবে মনে করা হচ্ছে, এই কথাগুলি যিনি বলেছিলেন তাঁকেই নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র (TMC-Kunal Ghosh)। এর আগে দলের তরফে সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি তাঁর ব্যক্তিগত ইচ্ছে তথা উইশ লিস্ট পর্যবেক্ষণের মাধ্যমে সংবাদমাধ্যমকে জানিয়ে প্রচার পেতে চান, তা হলে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এরই মধ্যে বুধবার ফের সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন তিনি কর্মচারীদের ‘বাবুগিরি’ দেখানো নিয়ে বলেন, টেবিলে বসে ‘বাবুগিরি’ দেখানো সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধি-সহ নানা সুযোগ-সুবিধা কেন পাবেন? এই প্রশ্ন তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গোটা বিষয়টি ভিজিল্যান্স কমিশনারকে খতিয়ে দেখার নির্দেশ দেন। আগামী ১৫ দিনের মধ্যে আদালতে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…