নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে পদক জয়ের লক্ষ্য নিয়ে শনিবার বার্মিংহাম রওনা হল ভারতীয় পুরুষ হকি দল। তার আগে ভারতীয় দলের নতুন কিট আত্মপ্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিল গোটা দল। সেখানে অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) জানিয়ে দিলেন, বার্মিংহাম পৌঁছে সবার আগে ইংল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে চান। তার পর পদক জয়ের জন্য দল নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
ইংল্যান্ডের বিমান ধরার আগে অধিনায়ক মনপ্রীত বলেন, ‘‘আমরা তৈরি। প্রস্তুতিতে কোনও খামতি নেই। এই মুহূর্তে আমাদের লক্ষ্য, বার্মিংহাম পৌঁছে আবহাওয়া এবং প্লেয়িং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। একই সঙ্গে আমরা প্রথম ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্রতিযোগিতার প্রথম ম্যাচ সব সময় গুরুত্বপূর্ণ। ঘানার বিরুদ্ধে ম্যাচটা ভালভাবে জিততে চাই আমরা।’’
আরও পড়ুন: দলের জন্য সবকিছু করতে চাই : বিরাট
মনপ্রীত (Manpreet Singh) মনে করছেন, কমনওয়েলথ গেমসের আগে হকি প্রো লিগে দলের পারফরম্যান্স খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ২০২১-২২ মরশুমের প্রো লিগে তৃতীয় স্থানে শেষ করেছে ভারত। মনপ্রীতের কথায়, ‘‘গত কয়েক মাসে আমাদের শক্তি এবং দুর্বলতার দিকে নজর দিয়েছি। প্রস্তুতিতে আমরা কোনও ফাঁক রাখিনি। পদক জেতার জন্য যা যা করা দরকার, সব আমরা করতে চাই।’’ কমনওয়েলথ গেমসের গ্রুপ ‘বি’-তে রয়েছে ভারত। মনপ্রীত, শ্রীজেশদের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলস এবং ঘানা। ৩১ জুলাই ঘানার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের।