সরকার বাঁচাতে ডিগবাজি খেলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Pak PM Imran Khan)। দু’দিন আগে ইমরান ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করে বলেছিলেন তারা দুর্নীতিপরায়ণ নয়। কিন্তু এবার নিজের দেশের সেনাবাহিনীর প্রশংসা করে বললেন, সেনাই দেশকে ঐক্যবদ্ধ রেখেছে। না হলে বিভিন্ন জনজাতি এতদিন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। রাজনৈতিক মহল মনে করছে, সেনার প্রশংসা করে শেষ মুহূর্তে ইমরান কামার বাজওয়ার আস্থা অর্জন করতে চাইছেন। একই সঙ্গে ইমরান (Pak PM Imran Khan) চেষ্টা চালাচ্ছেন তাঁর সরকারের অন্যতম সহযোগী দল এমকিউএমের সাংসদরা যেন অনাস্থা প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। এদিন পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল দেশের সর্বোচ্চ আদালতে এক আবেদনে বলেছেন, যে সাংসদরা নিজের দলের সরকারের বিরুদ্ধে ভোট দেবেন সংবিধানের ৬৩-এ ধারায় তাঁদের যেন আজীবন সংসদ থেকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, শুক্রবার পাক সংসদে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে।