মুম্বই, ২৩ ডিসেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলিরাই ফেভারিট। কোনও ভনিতা না করেই জানিয়ে দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মনে করেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা দারুণ শক্তিশালী হলেও, তাদের সঙ্গে পাল্লা দেওয়ার যাবতীয় রসদ ভারতীয় শিবিরে মজুত রয়েছে।
রবিবার থেকে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজ। এই প্রসঙ্গে শাস্ত্রীর (Ravi Shastri) বক্তব্য, ‘‘দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় এখনও পর্যন্ত অধরা রয়েছে। মনে রাখতে হবে, নিজেদের ঘরের মাঠে প্রোটিয়াজরা কিন্তু মোটেই দুর্বল নয়। তবে ভারতীয় দলও পিছিয়ে নেই। বরং দক্ষিণ আফ্রিকার সঙ্গে পাল্লা দেওয়ার মতো যথেষ্ট রসদ আমাদের হাতে রয়েছে।’’
আরও পড়ুন-জয় অধরাই লাল-হলুদের
একই সঙ্গে শাস্ত্রী আরও যোগ করেছেন, ‘‘প্রথম ভারতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট এবং একদিনের সিরিজ জেতার দারুণ সুযোগ রয়েছে এই দলটার সামনে। বিরাট অসাধারণ নেতা। তাছাড়া ওর হাতে এমন একটা দল রয়েছে, যেখানে প্রতিভার ছড়াছড়ি। তাই আমি টিম ইন্ডিয়ার হয়েই গলা ফাটাব।’’
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৯৯২ সালে ডারবানে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মাটিতে একটাই টেস্ট জিতেছে ভারত। এই জয় এসেছিল ২০০৬ সালের সফরে। এবার বিরাটরা নতুন ইতিহাস গড়তে পারেন কি না, সেটাই দেখার।