বোমা ফাটালেন শাস্ত্রী, একবারও নির্বাচনী সভায় থাকার আমন্ত্রণ পাইনি

Must read

নয়াদিল্লি, ২৯ এপ্রিল : সাত-সাতটা বছর ভারতীয় দলের কোচ ছিলেন। কিন্তু একবারও দল নির্বাচনী সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাননি! দাবি রবি শাস্ত্রীর (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যারের দাবি, কোচকে অবশ্যই দল নির্বাচনী সভায় থাকার অনুমতি দেওয়া উচিত। তাহলে নির্বাচকদের নিজের পরিকল্পনা এবং চিন্তাভাবনা বোঝাতে পারবেন। শাস্ত্রী আরও জানান, নির্বাচনে কোনও ভূমিকা নেই তেমন ব্যক্তিরাও নির্বাচনী সভায় উপস্থিত থাকেন। এটা বন্ধ হওয়া উচিত।

এই প্রসঙ্গে শাস্ত্রীর (Ravi Shastri) বক্তব্য, ‘‘এই ব্যাপারে আমার কোনও অভিজ্ঞতা নেই। সাত বছর আমি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলাম। অথচ একবারও নির্বাচনী সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ পাইনি।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘আমি ক্রিকেটারদের আস্থা অর্জন করতে চেয়েছিলাম। কোনও খেলোয়াড় যদি জানতে পারত, আমি নির্বাচক এবং নির্বাচন পদ্ধতিকে প্রভাবিত করার চেষ্টা করি, তাহলে কি ওরা আমার সঙ্গে খোলামেলাভাবে মিশতে পারত? আগামী দিনে হেড কোচকে অবশ্যই নির্বাচনী সভায় আমন্ত্রণ জানানো উচিত। যে কোচ খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুমে অনেকটা করে সময় কাটান, তিনি নির্বাচকদের মূল্যবান মতামত দিতে পারবেন।’’

আরও পড়ুন- এক ক্যাচেই ম্যাচ শেষ নাইটদের

প্রসঙ্গত, ২০১৪ সালে ইংল্যান্ড সফরের আগে প্রথমবার টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হন শাস্ত্রী। সেই সময় তিনি ছিলেন টিম ডিরেক্টর। ২০১৬ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। কোচ হিসেবে শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব গ্রহণ করেন ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন।

Latest article