পার্ল, ২০ জানুয়ারি : দল হেরে গেলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ নবজন্ম দিয়েছে শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। ৩৬ বছরের বাঁ হাতি ওপেনার বহুদিন হল টেস্ট দল থেকে ছিটকে গিয়েছেন। টি-২০ বিশ্বকাপ দলেও সুযোগ পাননি। তাই দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের সিরিজে শিখরের খেলা নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন ছিল। তার ওপর বিজয় হাজারে ট্রফিতে তাঁর রান- ০, ১২, ১৪, ১৮ ও ১২!
এর পরেও ধাওয়ানের (Shikhar Dhawan) ওপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। আর সেই ভরসার মান রেখেছেন শিখরও। বুধবার ভারত হেরে গেলেও তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪ বলে ৭৯ রানের ঝলমলে ইংনিস। শুধু খারাপ ফর্মই নয়, গত কয়েকটা মাস ধরে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও সমস্যায় ছিলেন শিখর। যদিও তিনি বলছেন, ‘‘প্রত্যেক মানুষের জীবনে খারাপ ও ভাল সময় আসে। আমারও এসেছে। তবে কঠিন সময়ে আমি ভেঙে পড়ি না। বরং খারাপ সময় আমাকে আরও শক্তিশালী করে তোলে।”
আরও পড়ুন-বুদ্ধি হারিয়ে ফেলেছিল রাহুল : সানি
শিখর এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘আমি খবরের কাগজ পড়ি না। তাই মিডিয়া আমাকে নিয়ে কী লিখছে, তা নিয়ে মাথা ঘামানোর সময় পাই না।” তিনি আরও বলেন, ‘‘নিজের ওপর আমার পূর্ণ আস্থা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্রিকেটের প্রতি খিদেটা আগের মতোই তীব্র। তাই যতদিন খেলব, ততদিন চুটিয়ে উপভোগ করতে চাই।”