কী বলছে নির্বাচন কমিশন?

জানা গিয়েছে, বিষয়টি পর্যালোচনা করতে এর আগে ৯ জুন পাঞ্জাব ও হরিয়ানার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রামনাথ কোবিন্দ।

Must read

প্রতিবেদন: এক দেশ, এক ভোট নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন। মধ্যপ্রদেশের ভোপালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, সংবিধান এবং জনপ্রতিনিধি আইন অনুযায়ী পদক্ষেপ করতে প্রস্তুত কমিশন। তাঁর মতে, সব নির্বাচন কমিশনের উচিত, সময়ের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা।

আরও পড়ুন-বিচারকের কাজ রোবটের মতো নয়

এদিকে বুধবার এক দেশ, এক ভোট নিয়ে নিজের বাসভবনে প্রথম বৈঠক করেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীও। তবে এই সংক্রান্ত কমিটির ঘোষণা সম্প্রতি হলেও অনেক আগে থেকেই এবিষয়ে কাজ শুরু করে দিয়েছিলেন কোবিন্দ। জানা গিয়েছে, বিষয়টি পর্যালোচনা করতে এর আগে ৯ জুন পাঞ্জাব ও হরিয়ানার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন রামনাথ কোবিন্দ। ১০ জুন তাঁর সঙ্গে মুরলীমনোহর জোশির সাক্ষাৎ হয়। ২৩ জুন উত্তরপ্রদেশের রাজ্যপাল,২৬ জুন কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র যাদবের সঙ্গে কোবিন্দের সাক্ষাৎ হয়।

আরও পড়ুন-ডাল মে জরুর কুছ কালা হ্যায়!

৭ জুলাই দাদরা ও নগর হাভেলির প্রশাসক, ১৬ জুলাই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য, ১৭ জুলাই ওড়িশা, বিহার এবং বাংলার রাজ্যপালদের সঙ্গে তাঁর বৈঠক হয়। এছাড়াও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, লোকসভার স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য ব্যক্তিত্বদের সঙ্গে তিনি বৈঠক করেন। ২৯ আগস্ট কোবিন্দের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতেরও বৈঠক হয় এক দেশ, এক নির্বাচনের বিষয়ে। অর্থাৎ সদ্য কমিটি গঠন হলেও কয়েক মাস আগে থেকেই বিজেপির অ্যাজেন্ডা মেনে কাজ শুরু করে দিয়েছিলেন কোবিন্দ।

Latest article