মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার অমিল, মৃ.ত্যু মার্কিন বৃদ্ধের

তাঁদের বিজ্ঞপ্তিতেই গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের পরিষেবার ঘাটতির কথা জানানো হল, যা দেশের অগ্রগতির ছবির কার্যত উল্টো ছবি তুলে ধরে।

Must read

প্রতিবেদন : দেশের অন্যতম বৃহৎ বিমানবন্দরের পরিকাঠামোয় এত বড় ফাঁক! মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ার না পেয়ে মৃত্যু হল আমেরিকার বাসিন্দা এক বৃদ্ধের। ঘটনার চারদিন পরে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তি জারি করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তাঁদের বিজ্ঞপ্তিতেই গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের পরিষেবার ঘাটতির কথা জানানো হল, যা দেশের অগ্রগতির ছবির কার্যত উল্টো ছবি তুলে ধরে।

আরও পড়ুন-শিবমোগ্গায় গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬টি গাড়ি পুড়ে ছাই

১২ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক-মুম্বই বিমানে মুম্বই ছত্রপতি শিবাজি বিমানবন্দরে এসে পৌঁছন ৮০ ঊর্ধ্ব এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। স্ত্রীকে হুইলচেয়ারে নিয়ে ইমিগ্রেশনের দিকে গিয়ে নিজের জন্য হুইলচেয়ার চান তিনি। বিমানবন্দরের কর্মীরা তাঁকে অপেক্ষা করতে বলেন। কিন্তু তিনি অপেক্ষা না করেই এগিয়ে যান এবং অসুস্থ হয়ে পড়ে যান। তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলে সেই পথেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন-ডোনাল্ড ট্রাম্পের কাণ্ডে ফের বিতর্ক

আমেরিকার বাসিন্দা ওই ব্যক্তি এয়ার ইন্ডিয়ার যাত্রী ছিলেন। শুক্রবার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয় বিমান সংস্থার তরফে। পাশাপাশি তাঁরা তাঁদের বিজ্ঞপ্তিতে দাবি করেন বিমানবন্দরে হুইলচেয়ারের সংখ্যা কম ও প্রচুর চাহিদা থাকায় সেদিন ওই আমেরিকান বৃদ্ধকে হুইলচেয়ার দেওয়া সম্ভব হয়নি। দেশের বাণিজ্য রাজধানী মুম্বই। দিল্লি ছাড়া দেশের অন্য অনেক বিমানবন্দরেই অনেক বিমান অবতরণ করে না যা মুম্বইয়ে করে। চাহিদা ও প্রয়োজনীয়তার দিক থেকে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিমানবন্দরেই যদি পরিষেবার অভাবে বিদেশি নাগরিকদের মৃত্যুর মুখে পড়তে হয়, তবে তা দেশের অর্থনীতি ও সম্মান কোনওটার পক্ষেই লাভজনক না।

Latest article