সল্টলেকের সেক্টর ৫ (Saltlake sector V) থেকে নিউটাউন (Newtown) সংযোগকারী নতুন ফ্লাইওভারটির উদ্বোধন আগামী মাসে হওয়ার সম্ভাবনা। ৬০০ মিটার দীর্ঘ এই ফ্লাইওভার চালু হলে যানজট যে অনেকটাই কমবে সেই বিষয়ে সন্দেহ নেই। কলকাতার দুই প্রযুক্তি হাবের মধ্যে যে ফ্লাইওভারগুলি রয়েছে, তার ওপর চাপ কমবে । এই ফ্লাইওভার ৪ লেনের হবে। সল্টলেক সেক্টর ফাইবের পিছনে থাকা রিং রোডকে তিন লেনে করা হবে।
আরও পড়ুন-ফের তাপপ্রবাহের সতর্কতা, কবে ফের বাংলায় বৃষ্টি
সেক্টর পাইভের পিছনের রিং রোডকে নিউটাউনের মেন রোডের দক্ষিণ-পূর্বের এক্সটেনশনকে সঙ্গে যোগ হবে নতুন ব্রিজটি। বিশ্ববাংলা গেটের কাছে নাড়কেলবাগান মোড়ে এই ব্রিজটি এসে নামবে। এই ফ্লাইওভারটি চালু হলে বিমানবন্দর বা বিশ্ববাংলা কনভেনশন সেন্টার থেকে শহরের দিকে যেতে এই নয়া ফ্লাইওভার ব্যবহার করা যাবে।
আরও পড়ুন-লরির ধাক্কায় মৃৃত্যু টেলি অভিনেত্রীর
আপাতত রিং রোডে দুটি লেন আছে। আরও একটি লেন যোগ করে সেক্টর ফাইভ এবং বিশ্ব বাংলা সরণিতে যানজট কমানোর পরিকল্পনা করছে নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি। দুই লেনের সেক্টর ফাইভের রিং রোড কমপক্ষে নয় মিটারের কিছু বেশি চওড়া। তৃতীয় যে লেনটা যুক্ত করার চিন্তাভাবনা চলছে, সেটা চার মিটারের কিছু বেশি চওড়া হবে। নতুন লেন সহ এই রিং রোড ১৪ মিটার চওড়া হবে। হিডকো মনে করছে বাড়তি লেন যুক্ত হয়ে গেলে অনেক বেশি গাড়ি চলাচল করতে পারবে রিং রোডে।