সংবাদদাতা, বালুরঘাট : একজন ফিরেছেন দিল্লি। আর একজন এখনও হাঙ্গেরির বুদাপেস্টের ভারতীয় দূতাবাসে রয়েছেন। ইউক্রেনে (Ukraine) ডাক্তারি পড়তে যাওয়া দক্ষিণ দিনাজপুরের এক ছাত্রীর পরিবার স্বস্তি পেলেও এখনও দশ্চিন্তায় অপর এক ছাত্রীর পরিবার। জয়িতা রায়, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নারায়ণপুর এলাকার বাসিন্দা। জয়িতা দিল্লি ফিরেছেন। কিন্তু এখনও হাঙ্গেরিতে রয়েছেন অপর এক ছাত্রী ঈশিতা রহমান। ভারতীয় দূতাবাসে থাকলেও মেয়ে এখনও দেশে ফেরেননি। মাঝে মাঝেই তাই দুশ্চিন্তা হচ্ছে বাবা, মা, বোনের। তাঁর পরিবার জানিয়েছে, ঈশিতা হাসপাতালের বেডে শুয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময়েই প্রতিজ্ঞা করেন তিনি বড় হয়ে ডাক্তার হবেন। এরপর বিভিন্ন পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে ২০১৯ সালে ঈশিতা ভর্তি হন ইউক্রেনের (Ukraine) কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটিতে। বর্তমানে ঈশিতা কিয়েভ মেডিক্যাল ইউনিভার্সিটি-র তৃতীয় বর্ষের ছাত্রী।