মাকে ছেড়ে প্রশিক্ষণ নিতে যাচ্ছে যুবরাজ

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি : বড় হয়েছে যুবরাজ। দায়িত্ব নিতে হবে। তাই আর মায়ের আঁচলে বাঁধা থাকলে চলবে না। তাই চেনা পরিবেশ ছেড়ে যুবরাজ (Yuvraj) অন্যত্র প্রশিক্ষণ নিতে পাড়ি দিচ্ছে। যুবরাজ হল গরুমারা কুনকি হাতিদের সবার স্নেহের হস্তিশাবক। গরুমারা সাউথ রেঞ্জের ধূপঝোরা বিটের পোষা হাতি মতি রানির সন্তান। বয়স ১৮ মাস। তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হস্তিশাবকের নাম দেন যুবরাজ (Yuvraj)। মায়ের আদর, খেলাধুলো নিয়ে এতদিন বেশ ছিল যুবরাজ। কিন্তু এবার তাকে প্রশিক্ষিত হতে হবে, তাই তাকে এবার ধূপঝোরা থেকে গরুমারা বিটে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কয়েকদিনের মধ্যেই যুবরাজের নতুন ঠিকানা হবে গরুমারা বিট। গরুমারার অভিজ্ঞ মাহুত দীনবন্ধু রায় যুবরাজকে প্রশিক্ষণ দেবেন। প্রায় দু’বছর চলবে প্রশিক্ষণ। তারপরেই সে ডিউটিতে যোগদান করবে অন্য প্রশিক্ষিত হাতিদের সঙ্গে। সেখানে তাকে সবরকম ভাবে প্রশিক্ষিত করা হবে। পোষা হাতিদের মূলত জঙ্গল পাহারার কাজে লাগানো হয়৷ এছাড়াও পর্যটকদের সাফারির করানোর জন্য ব্যবহার করে বন দফতর। প্রশিক্ষণে তাদের শেখানো হয়, জঙ্গল কীভাবে রক্ষা করতে হয়। সেই সঙ্গে স্যালুট দেওয়া, ওঠা-বসা, কাউকে বা কোনও প্রাণীকে ধাওয়া দিয়ে জঙ্গলে ফিরিয়ে বিপন্মুক্ত করা সহ বন দফতরের বিভিন্ন কাজে এই প্রশিক্ষিত হাতিগুলিকে কাজে লাগায়।

Latest article