বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী পাহাড়ে শান্তি ফেরানোর পর থেকেই সেখানে মাটি কামড়ে লড়ছেন গৌতম দেব (Goutam Deb)। সদ্যসমাপ্ত শিলিগুড়ি পুরনিগমের ভোটে দল বিপুল ব্যবধানে জিতেছে। এর নেপথ্যে পোড়খাওয়া গৌতমের অবদান অনেকখানি। তাঁর স্বপ্ন রাজ্য সরকারের উন্নয়নকে হাতিয়ার করে এবং বিজেপির মিথ্যাচারকে তুলে ধরে উত্তরবঙ্গের সব পুরসভারই দখল নেওয়া।
আরও পড়ুন-বিজেপি তো ছিন্নমূল : সুখেন্দু
বিপুল উন্নয়নের স্বপ্ন নিয়ে মেয়র পদে সবেমাত্র বসেছেন। এবার পরবর্তী লক্ষ্য হিসাবে শেষ লগ্নে আলিপুরদুয়ারে পুরভোটের প্রচারে নামলেন তিনি। আর এসেই প্রচারে ঝড় তুলে দিলেন। দলীয় প্রার্থীদের হয়ে মানুষের কাছে ভোট চাইলেন, পাশাপাশি বিজেপির রাজনৈতিক দৈন্যের ব্যাখ্যাও করলেন। ভোটদাতাদের সামনে গৌতমের প্রশ্ন, উনিশের লোকসভা ও একুশের বিধানসভা ভোটে আলিপুরদুয়াররের মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। তার ফলস্বরূপ এখন কী পাচ্ছেন তাঁরা?
আরও পড়ুন-উৎসবের আমেজে ভোট হবে: অরূপ
সাংসদ প্রতিমন্ত্রী হয়ে দেশভ্রমণ করছেন আর জেলার বিধায়করা গাদাখানেক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষী নিয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! জেতার পর দীর্ঘদিন হয়ে গেলেও উন্নয়নের দেওয়ালে একটিও ইট তাঁরা গাঁথতে পারেননি! বিধানসভায় এই জেলায় একটি আসন না পেলেও তৃণমূলই উন্নয়ন করে চলছে সমানতালে। জেলায় জেলায় মানুষ বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কেউ নেই। তাঁরা দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়ী করছেন। আলিপুরদুয়ারেও তার ব্যতিক্রম হবে না। এখানেও তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। বদলে যাবে এই জেলার ছবি।