সংবাদদাতা, আসানসোল : ইতিমধ্যে আমি অনেক কাজ করেছি। তাই নানা অনুষ্ঠানে যেখানে আমি গিয়েছি, দলে দলে সেখানে যোগ দিয়েছেন আসানসোলের মানুষ। এগুলো দেখেই আমি আশাবাদী, এবারে ভোটের রেজাল্ট আরও ভালো হবে। অনেক বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়ী করবেন আসানসোলের মানুষ। এমনটাই জানালেন খোদ আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। শুক্রবার, আসানসোল রবীন্দ্রভবনে হিন্দি প্রকোষ্ঠের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানােলন শত্রুঘ্ন। গতকাল আসানসোল লোকসভা কেন্দ্রের জন্য বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করেছে এস এস আলুওয়ালিয়াকে।
আরও পড়ুন-কী কাজ করেছেন? বিজেপির ট্রেনি সভাপতিকে প্রশ্ন বাবুলের
শুক্রবার তিনি আসানসোলে এসে ঘাগরবুড়ি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। উনি তিনবারের সাংসদ। তবু শত্রুঘ্ন তাঁকে প্রতিদ্বন্দ্বী হিসাবে গুরুত্ব দিতে নারাজ। জানালেন, তিনিও পাঁচবারের সাংসদ ও দুবার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন এবং স্বচ্ছতার সঙ্গে তিনি কাজ করেছেন। তাই এবারেও তিনি আসানসোলের মানুষের বিপুল সমর্থন পাবেন। এদিনের রবীন্দ্রভবনের এই অনুষ্ঠানে শত্রুঘ্ন ছাড়াও ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মলয়ও তাঁদের দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে নিশ্চিত। বললেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও রাজ্যর প্রকল্পগুলোর কারণেই মানুষ তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জেতাবে।