কর্মিসভায় শতাব্দী, মানুষের কাছে যান উন্নয়নের কথা বলুন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন-কাজই ভোট এনে দেবে

রামপুরহাট শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ও কর্মী-সমর্থকদের নিয়েও এক প্রস্থ আলোচনা করেন শতাব্দী রায় ও এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : ‘উন্নয়নের কথা বলুন নির্বাচকদের, প্রচুর কাজ হয়েছে, মানুষ তা চোখে দেখতে পাচ্ছেন। কাজের প্রমাণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ সহজ করে দিয়েছেন। আপনারা মানুষের কাছে যান। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭৩টি প্রকল্পের কথা বলুন। এত প্রকল্প আছে, দেখবেন প্রতিটি ঘরেই সেই প্রকল্পের সুবিধা পৌঁছে গেছে। তাই শুধু উন্নয়নের কথা বললেই হবে।’ রামপুরহাট ১ ব্লকের বনহাট অঞ্চলের খরবোনা গ্রামের কর্মিসভায় এই কথা বলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

আরও পড়ুন-যেখানেই যাই, মানুষ ছুটে আসেন, তাই জয় নিয়ে আশাবাদী : শত্রুঘ্ন

তিনি বলেন, ‘জন্ম থেকে মৃত্যু উপভোক্তা পরিবার সুবিধা পাচ্ছেন। তাই তাঁদের কাছে সহজেই ভোট চাইতে পারবেন। স্বাস্থ্যসাথী, সমব্যাথী, সবুজসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার রঙ না দেখে সবাইকেই দেওয়া হচ্ছে। যেমনভাবে পঞ্চায়েত, বিধানসভা ভোট করেছেন, তেমনি বুথে বুথে, পাড়ায় পাড়ায়, বাড়ি বাড়ি গিয়ে ভোট করুন। মানুষ সব বুঝতে পারছেন। বিজেপি সরকার একশো দিনের টাকা আটকে দিয়েছে, তবুও দিদি সবার অ্যাকাউন্টে রাজ্যের তরফে সেই টাকা দিয়েছেন। কেন্দ্রের আটকে রাখা আবাসের টাকাও দিদিই দেবেন। মানুষ স্বেচ্ছায় ভালবেসে ভোট দেবেন। আপনাদের কাজ শুধু মানুষের কাছে যাওয়া, কথা বলা।’ শুক্রবার সিউড়িতে নির্বাচনী বৈঠকে যাওয়ার পথে জেলা মহিলা তৃণমূল সভানেত্রী সাহারা মণ্ডল বলেন, ‘আজ সিউড়ি এবং শনিবার বোলপুরে নির্বাচনী বৈঠক আছে। ১৮ এপ্রিল আমাদের রাজ্যনেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সভা করার কথা আছে। এখনও স্থান ঠিক হয়নি। শুক্রবারের বৈঠকে ঠিক হবে।’ লোকসভা ভোটকে সামনে রেখে রামপুরহাট শহর মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ও কর্মী-সমর্থকদের নিয়েও এক প্রস্থ আলোচনা করেন শতাব্দী রায় ও এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়।

Latest article